ঢাকা | |
সংবাদ শিরোনাম :

আরিয়ানের মদ্যপান, টালমাটাল হয়ে পড়ে গেলেন মৌনী

মঙ্গলবার মাঝরাতে ২০২৪-কে বিদায় জানিয়ে নতুন বছর ২০২৫-কে স্বাগত জানিয়েছে গোটা বিশ্বের মানুষ। এই উদ্‌যাপনে অনেকেরই চোখ হয়েছে
  • আপলোড সময় : ২ জানুয়ারী ২০২৫, সকাল ৮:২৯ সময়
  • আপডেট সময় : ২ জানুয়ারী ২০২৫, সকাল ৮:২৯ সময়
আরিয়ানের মদ্যপান, টালমাটাল হয়ে পড়ে গেলেন মৌনী ছবি : সংগৃহীত
মঙ্গলবার মাঝরাতে ২০২৪-কে বিদায় জানিয়ে নতুন বছর ২০২৫-কে স্বাগত জানিয়েছে গোটা বিশ্বের মানুষ। এই উদ্‌যাপনে অনেকেরই চোখ হয়েছে ঝাপসা আর পা টলমল। বাদ নেই বলিউডও। বি-টাউনের তারকারাও মদ, মাংস ও আলোর সমারোহে কাছে টেনে নিয়েছে নতুন বছরকে। তবে কারও কারও বর্ষবরণের হুল্লোড় হয়েছে বাঁধভাঙা। সেই বাঁধ ভাঙতে গিয়ে কেউ ভূপতিত, কেউ আবার টালমাটাল হয়ে বন্ধুর কাঁধেই আশ্রয় খুঁজে নিয়েছেন।

বর্ষবরণের রাতে স্বামী সুরজ নাম্বিয়ারের সঙ্গে পার্টি করতে গিয়েছিলেন মৌনী রায়। সঙ্গে ছিলেন প্রিয় বান্ধবী দিশা পাটানিও। সেই জমায়েত থেকে বেরোনোর সময়েই কাণ্ড ঘটালেন মৌনী। পিঠখোলা চামড়ার পোশাক তার উরু আঁকড়ে বসেছিল। পায়ে হিলতোলা জুতা। স্বামীর হাত ধরে রেস্তরাঁ থেকে বেরোতেই পড়ে গেলেন রাস্তায়। 

তাদের গাড়ি তখন বেশ খানিকটা দূরে। কোনওমতে তাকে টেনে তুললেন সুরজ। স্বামীর হাতে ভর রেখেই টালমাটাল পায়ে এগিয়ে গেলেন মৌনী। মুখের অভিব্যক্তিই বলে দেয়, মৌনী যেন তার কল্পনার দুনিয়ায় ঘুরপাক খাচ্ছেন। নতুন বর্ষ উদযাপনের হুল্লোড় বলে কথা!

প্রায় একই অবস্থা বাদশাহ শাহরুখপুত্র আরিয়ান খানের। তিনিও নিজের বন্ধুদের সঙ্গে পার্টিতে মত্ত ছিলেন। মধ্যরাতে মুম্বাই শহরের এক নাইটক্লাব থেকে বেরোতে দেখা যায় শাহরুখপুত্রকে। মাথা নীচু করে বেরোচ্ছিলেন তিনি। টালমাটাল হয়ে পড়ে যাচ্ছেন তিনি। 

সেই ভিডিও ছড়িয়ে পড়েছে বিভিন্ন মাধ্যমে। যেই ফুটেজে স্পষ্ট, আকণ্ঠ মদ্যপান করেছেন আরিয়ান। কোনওমতে মাটির দিকে তাকিয়ে পা ফেলছেন তিনি। এদিক থেকে ওদিক হলেও পড়ে যাবেন, এমন অবস্থা!

তবে সেদিকে লক্ষ্য ছিল নিরাপত্তারক্ষীদের। ফলে নির্বিঘ্নে গাড়ি পর্যন্ত পৌঁছে যান শাহরুখপুত্র। আরিয়ানের পেছন পেছন বের হন তার মদ্যপ বন্ধুরা। তারাও তাল মিলিয়ে ডান পা-বাঁ পা ফেলতে পারেননি কেউ। কোনওমতে গাড়িতে উঠেই এলাকা ছেড়েছেন। 
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ