গরীব ও দুস্থ মানুষের শীতের কষ্ট লাঘবে বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ (বিএনএফডব্লিউএ) চট্টগ্রাম শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) পতেঙ্গার নাবিক আবাসিক এলাকা-২-এ আয়োজিত এ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির চট্টগ্রাম শাখার চেয়ারম্যান শারমীন এরশাদ।
এসময় সংঘের নেতৃবৃন্দ জানান, এ কর্মসূচির আওতায় চট্টগ্রাম ছাড়াও কাপ্তাই, পেকুয়া, হাতিয়া, সন্দ্বীপ, মহেশখালী, টেকনাফ এবং সেন্টমার্টিন দ্বীপের শীতার্ত মানুষের মাঝেও শীতবস্ত্র বিতরণ করা হবে। এই ধরনের মানবিক কার্যক্রম সংঘটির ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ চট্টগ্রাম শাখার কার্যনির্বাহী কমিটির সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।