ঢাকা | |

বগুড়ায় বিএনপি অফিসে হামলা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বগুড়ার আদমদীঘিতে বিএনপির অফিসে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ সংক্রান্ত নাশকতা মামলায় রহমত হোসেন (২৭) নামের এক ওয়ার্ড নিষিদ্ধ
  • আপলোড সময় : ১ জানুয়ারী ২০২৫, দুপুর ১২:৭ সময়
  • আপডেট সময় : ১ জানুয়ারী ২০২৫, দুপুর ১২:৭ সময়
বগুড়ায় বিএনপি অফিসে হামলা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ছবি : সংগৃহীত
বগুড়ার আদমদীঘিতে বিএনপির অফিসে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ সংক্রান্ত নাশকতা মামলায় রহমত হোসেন (২৭) নামের এক ওয়ার্ড নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রহমত উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির কোমারপুর গ্রামের মুক্তার হোসেনের ছেলে। তিনি নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ৭নং ওয়ার্ড শাখার সভাপতি।

মামলা সূত্রে জানাযায়, (৪ আগষ্ট) আদমদীঘিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঠেকানোর জন্য আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মি ককটেল, পেট্রোল, সাবল ও লাঠি সোডাসহ দলবদ্ধভাবে ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে আদমদীঘি সদরের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপির অফিসের সামনে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি অফিসে ঢুকে দরজা জানালা ভাংচুর, চেয়ার, কাঠের আলমারী, ফ্যানসহ অন্যান্য আসবাবপত্র ও শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবিতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে পুড়িয়ে ফেলে।

এ ঘটনায় (২৫ আগষ্ট) রাতে আদমদীঘি উপজেলা শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান বাদী হয়ে ১২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২৫০জনের নামে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন। এ মামলায় মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে রহমত হোসেনকে কোমারপুর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান জানান, মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃত রহমত হোসেনকে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
ইসলামী ব্যাংকের ১ হাজার ১১৪ কোটি টাকা লুটপাট

ইসলামী ব্যাংকের ১ হাজার ১১৪ কোটি টাকা লুটপাট