মাহিদুল ইসলাম অঙ্কন বিস্ময় উপহার দিলেন। হার্ডহিটার হিসেবে খ্যাতি নেই দেশের ঘরোয়া ক্রিকেটের এই পরিচিত মুখের। অথচ তিনিই আজ মিরপুরে ব্যাট হাতে ঝড় তুললেন। যে ঝড়ে ভাঙল রেকর্ড। বাংলাদেশি খেলোয়াড় হিসেবে বিপিএলে দ্রুততম অর্ধশতকের রেকর্ড গড়েছেন অঙ্কন। একই সঙ্গে স্বীকৃত টি-টোয়েন্টিতে বাংলাদেশিদের মধ্যে দ্রুততম অর্ধশতকের রেকর্ডেও ভাগ বসিয়েছেন খুলনা টাইগার্সের এই উইকেটকিপার-ব্যাটার।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) চিটাগাং কিংসের বিপক্ষে রান উৎসব করেছে খুলনা টাইগার্স। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২০৩ রান সংগ্রহ করেছে। খুলনা বড় স্কোর গড়েছে ওপেনার উইল বসিস্তো এবং উইকেটকিপার মাহিদুল ইসলাম অঙ্কনের ব্যাটে ভর করে। ৫০ বলে ৮ চার ও ৩ ছয়ে ৭৫ রান করেছেন বসিস্তো।
তবে ঝড় তোলায় এই অস্ট্রেলিয়ানকে ছাড়িয়ে গেছেন অঙ্কন। খুলনার উইকেটকিপার ব্যাটার মাত্র ২২ বলেই খেলেছেন ৫৯ রানের অনবদ্য ইনিংস। এই ইনিংস খেলার পথে মাত্র ১৮ বলেই অর্ধশতক পূর্ণ করেন তিনি।
মাত্র ১৮ বলে অর্ধশতক পূর্ণ করে অঙ্কন বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে বিপিএলে দ্রুততম অর্ধশতকের রেকর্ড গড়েছেন। ভেঙে দিয়েছেন রনি তালুকদারের রেকর্ড।
২০২৩ সালের জানুয়ারিতে রংপুর রাইডার্সের হয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ১৯ বলে অর্ধশতক হাঁকিয়েছিলেন রনি।
অঙ্কনের অর্ধশতকটি স্বীকৃত টি-টোয়েন্টিতে বাংলাদেশি খেলোয়াড়ের দ্রুততম। ২০২৩ সালে চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে ঠিক ১৮ বলেই ৫০ ছুঁয়েছিলেন লিটন দাস।
সব মিলিয়ে এটি বিপিএলে তৃতীয় দ্রুততম অর্ধশতক। ২০১২ সালে দুরন্ত রাজশাহীর বিপক্ষে ১৬ বলে অর্ধশতক পূর্ণ করেছিলেন পাকিস্তানি ব্যাটার আহমদ শেহজাদ। ২০২২ সালে সেই রেকর্ড ভেঙে দেন ক্যারিবিয়ান অলরাউন্ডার সুনীল নারিন। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ১৩ বলে অর্ধশতক করেছিলেন তিনি।
বিপিএলে ১৮ বলে অর্ধশতক আছে আরও দুজনের। তারা হলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলা খুশদিল শাহ এবং চট্টগ্রাম সানরাইজার্সের উইল জ্যাকস।