ঢাকা | |

মিয়ানমার-বাংলাদেশ সীমান্ত পুরোপুরি বিজিবির নিয়ন্ত্রণে আছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত পুরোপুরি বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেনেন্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম
  • আপলোড সময় : ৩১ ডিসেম্বর ২০২৪, দুপুর ৪:৭ সময়
  • আপডেট সময় : ৩১ ডিসেম্বর ২০২৪, দুপুর ৪:৭ সময়
মিয়ানমার-বাংলাদেশ সীমান্ত পুরোপুরি বিজিবির নিয়ন্ত্রণে আছে: স্বরাষ্ট্র উপদেষ্টা ছবি : সংগৃহীত

মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত পুরোপুরি বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেনেন্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী।


মঙ্গলবার (৩১ ডিসেম্বর) চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবির বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার ও কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা জানান।


তিনি জানান, দেশের সীমানা রক্ষায় তোমরা প্রয়োজনে জীবন দেবে, তবু দেশের এক ইঞ্চি মাটি হাতছাড়া হতে দেবে না। সীমান্তে প্রতিপক্ষের কাছে কোনো অবস্থাতেই পিঠ প্রদর্শন করবে না।


এ সময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ , ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


১০২তম রিক্রুট ব্যাচের মৌলিক প্রশিক্ষণ গত ৩০ জুলাই বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজে শুরু হয়। প্রশিক্ষণ শেষ করেছেন ৬৯৫ জন। এর মধ্যে ৬৪৯ জন পুরুষ এবং ৪৬ জন নারী সদস্য।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
ইসলামী ব্যাংকের ১ হাজার ১১৪ কোটি টাকা লুটপাট

ইসলামী ব্যাংকের ১ হাজার ১১৪ কোটি টাকা লুটপাট