ঢাকা | |

রংপুরে পিস্তলসহ ৪ তরুণ-তরুণী আটক, প্রাইভেট কার জব্দ

রংপুর মহানগরীর পার্কের মোড় এলাকা থেকে পিস্তলসহ ৪ তরুণ-তরুণী আটক করেছে পুলিশ। এসময় একটি প্রাইভেট কারো জব্দ করা
  • আপলোড সময় : ৩১ ডিসেম্বর ২০২৪, দুপুর ২:২৬ সময়
  • আপডেট সময় : ৩১ ডিসেম্বর ২০২৪, দুপুর ২:২৬ সময়
রংপুরে পিস্তলসহ ৪ তরুণ-তরুণী আটক, প্রাইভেট কার জব্দ ছবি : সংগৃহীত
রংপুর মহানগরীর পার্কের মোড় এলাকা থেকে পিস্তলসহ ৪ তরুণ-তরুণী আটক করেছে পুলিশ। এসময় একটি প্রাইভেট কারো জব্দ করা হয়। থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের। 

সোমবার (৩০ ডিসেম্বর) রাত ৯টার দিকে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন পার্কের মোড় থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন, গাইবান্ধার সুন্দর গঞ্জের দক্ষিণ সাহাজ এলাকার আতোয়ার রহমানের পুত্র হারুনুর রশিদ মেহেদী, একই উপজেলার খানা বাড়ি এলাকা সোলেমান মিয়ার পুত্র কাওসার আহমেদ, লালমনির হাটের হাতিবান্ধার আব্দুল বাসেত এর কন্যা কারমাইকেল কলেজের অর্থনীতি তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাদিয়া সিদ্দিকা বর্না (২২) এবং রংপুর মহানগরীর কোতোয়ালি থানার কোটকি পাড়ার হারুন অর রশিদের পুত্র আহছানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিবিএর শিক্ষার্থী তাসনিম স্বর্গ (২২)। 

তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম সর্দার জানান, গোপন সংবাদের ভিত্তিতে এর মাধ্যমে পার্কের মোড়ে একটি সন্দেহভাজন কালো হলুদ রংয়ের প্রাইভেটকার (ঢাকা মেট্রো ঘ,২১-২৮৮১) আটক করে পুলিশ।

এরপর ভেতরে থাকা চার তরুণ তরুণীকে আটক করা হয়। তাদের সাথে থাকা পিস্তল সদৃশ্য ইয়ার সফ্ট গান উদ্ধার করা হয়েছে। একই সাথে জব্দ করা হয়েছে কারটিকে। পরে কার পিস্তলসহ ওই চার তরুণতরুণীকে তাজহাট থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

ওসি আরো জানান, তবে পিস্তলটি আসল না নকল, তা আমরা খতিয়ে দেখছি। একইসাথে গ্রেপ্তারকৃতরা অন্য কোনো অপরাধের সঙ্গে সম্পৃক্ত কিনা তাও জানতে হবে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
ইসলামী ব্যাংকের ১ হাজার ১১৪ কোটি টাকা লুটপাট

ইসলামী ব্যাংকের ১ হাজার ১১৪ কোটি টাকা লুটপাট