ঢাকা | |

মাটির নিচে হাসপাতালে নেতানিয়াহু, প্রস্টেট অপসারণ

বেশ কয়েক দিন ধরেই আলোচনা হচ্ছিলো ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শারীরিক অবস্থা নিয়ে। অবশেষে জানা গেল, গুরুতর অসুস্থ
  • আপলোড সময় : ৩১ ডিসেম্বর ২০২৪, সকাল ৯:৪৮ সময়
  • আপডেট সময় : ৩১ ডিসেম্বর ২০২৪, সকাল ৯:৪৮ সময়
মাটির নিচে হাসপাতালে নেতানিয়াহু, প্রস্টেট অপসারণ ছবি : সংগৃহীত
বেশ কয়েক দিন ধরেই আলোচনা হচ্ছিলো ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শারীরিক অবস্থা নিয়ে। অবশেষে জানা গেল, গুরুতর অসুস্থ নেতানিয়াহুকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার তার প্রস্টেট অপসারণ করা হয়। এ কারণে তার বিরুদ্ধে দুর্নীতি মামলার শুনানি পিছিয়ে গেছে।

হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে আরব নিউজ ও টাইমস অব ইসরাইল জানিয়েছে, চলতি সপ্তাহের শুরুতে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মূত্রনালির সংক্রমণে আক্রান্ত হন। শনিবার তাকে অস্ত্রোপচার করানোর জন্য হাসপাতালে নেয়া হয়। অস্ত্রোপচার সফল হয়েছে বলে দাবি করা হয়েছে। 

টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে জানিয়েছে, নেতানিয়াহুর অস্ত্রোপচার সফল হয়েছে এবং বর্তমানে তিনি ভালো আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ইসরাইলের হাদাসাহ মেডিক্যাল সেন্টার জানিয়েছে, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জ্ঞান ফিরেছে এবং তিনি ভালো আছেন। আগামী কয়েকদিন তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে বলে জানানো হয়েছে। নিরাপত্তার কারণে নেতানিয়াহুকে একটি ভূগর্ভস্থ এবং সুরক্ষিত ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়েছে। 

আরব নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, নেতানিয়াহু বিশ্রামে থাকায় অস্থায়ী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তার ঘনিষ্ঠ সহযোগী বিচারমন্ত্রী ইয়ারি লেভিন।

সাম্প্রতিক বছরগুলোতে বেশ কিছু স্বাস্থ্য সমস্যা ভুগছেন ৭৫ বছর বয়সী নেতানিয়াহু। এ বছরের শুরুতে তার হার্নিয়ার অপারেশন হয়। এর আগে গত বছর পেসমেকার বসিয়েছিলেন নেতানিয়াহু।

এদিকে অপারেশনের কারণে সাময়িক বিরতিতে আছে তাঁর দুর্নীতি মামলার বিচার কার্যক্রম। এই মামলার ফলাফল তার রাজনৈতিক জীবনকে গুরুত্বপূর্ণভাবে প্রভাবিত করতে পারে। তাঁর আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে এই সপ্তাহের নির্ধারিত তিন দিনের সাক্ষ্যগ্রহণ স্থগিত করেছেন আদালত।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সাভারে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, বিস্ফোরণ, নিহত ৪

সাভারে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, বিস্ফোরণ, নিহত ৪