কাজাখস্তানে ৬৭ জন যাত্রীকে নিয়ে ভেঙে পড়ল বিমান, ৪২ জনের মৃত্যুর আশঙ্কা
কাজাখস্তানের আকতাউ বিমানবন্দরের কাছে আজারবাইজান এয়ারলাইন্সের একটি বিমান ভেঙে পড়েছে। দুর্ঘটনায় অনেকেরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। কাজাখস্তানের আকতাউ বিমানবন্দরের কাছে জরুরি অবতরণ করার সময়
আজারবাইজান এয়ারলাইন্সের একটি বিমান ভেঙে পড়েছে। বিমানে ৬৭ জন যাত্রী ও ৫ জন কর্মী ছিলেন। দুর্ঘটনায় অনেকেরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। অন্তত ২৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকি ৪২ জনের অবস্থার বিষয়ে সঠিক তথ্য সামনে আসেনি। রাশিয়ার সংবাদ সংস্থাও এই দুর্ঘটনার কথা জানিয়েছে। তারা বলেছে যে কাজাখস্তানের জরুরি মন্ত্রক জানিয়েছে যে আজারবাইজানের বিমানটি রাশিয়ার চেচনিয়ার বাকু থেকে গ্রোনজি যাচ্ছিল। কিন্তু কুয়াশার কারণে বিমানটিকে অন্য রুটে ঘুরিয়ে দেওয়া হয়।
বিমান ভেঙে পড়ার একাধিক ভিডিও প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যাচ্ছে বিমানটি মাটিতে আছাড় খেয়ে পড়ে ও তারপর সেটিতে আগুন ধরে যায়। ঘটনাস্থলে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। সরকারি সূত্রে জানা যাচ্ছে যে বিমানে ৬৭ জন যাত্রী ও ৫ জন কর্মী ছিলেন। যাদের অধিকাংশই আজারবাইজানি ও রাশিয়ার নাগরিক। সোশ্যাল মিডিয়ায় তথ্যও আসছে যে এই যাত্রীদের মধ্যে প্রায় ২৫ জন দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছেন। তাঁদের দ্রুততার সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আজারবাইজান এয়ারলাইন্স জানিয়েছে যে ভেঙে পড়া বিমানটি একটি এমব্রার ১৯০ বিমান। এর নম্বর ছিল J2-8243। এটিকে বাকু থেকে গ্রোজনি রুটে জরুরি অবতরণ করতে হয়েছিল। আকতাউ থেকে তিন কিলোমিটার দূরে জরুরি অবতরণের চেষ্টা করার সময় বিমানটি ভেঙে পড়ে।