ঢাকা | |

সচিবালয়ে আগুন নেভানোর সময় ফায়ার ফাইটারকে চাপা দিয়ে পালাল ট্রাক

রাজধানীতে বাংলাদেশ সচিবালয়ের একটি ভবনে আগুন লেগেছে। বুধবার রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে এই আগুন
  • আপলোড সময় : ২৬ ডিসেম্বর ২০২৪, সকাল ৮:৫২ সময়
  • আপডেট সময় : ২৬ ডিসেম্বর ২০২৪, সকাল ৮:৫২ সময়
সচিবালয়ে আগুন নেভানোর সময় ফায়ার ফাইটারকে চাপা দিয়ে পালাল ট্রাক
রাজধানীতে বাংলাদেশ সচিবালয়ের একটি ভবনে আগুন লেগেছে। বুধবার রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে এই আগুন লাগে। খবর পেয়ে আগুন নেভানোর কাজ করছে ফায়ার সার্ভিস। এ সময় ফায়ারের এক কর্মীকে চাপা দিয়ে পালিয়ে গেছে দ্রুতগামী একটি ট্রাক।

বুধবার মধ্যরাতে সচিবালয়ের সামনের সড়কে এ ঘটনা ঘটে। দ্রুত ওই ফায়ার ফাইটারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে তার নাম জানা যায়নি। রাত সাড়ে ৪টার দিকে হাসপাতাল সূত্রে জানা যায়, ওই ফায়ার ফাইটারের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা রাস্তার দাঁড়িয়ে পানির পাইপ সচিবালয়ের ভেতরে নিয়ে যাওয়ার কাজ যখন করছিলেন, তখন একটি ট্রাক এসে ফায়ার সার্ভিসের একজন কর্মীকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ওই কর্মী গুরুতর আহত হন।

এর আগে রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিটটি আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে রাত ১টা ৫৪ মিনিট থেকে। এর কয়েক মিনিটের মাথায় আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে ১৮ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সাভারে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, বিস্ফোরণ, নিহত ৪

সাভারে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, বিস্ফোরণ, নিহত ৪