ঢাকা | |

৬ বছর পর ক্যারিবিয়ানদের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়

এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ জয় করেছে বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজে দ্বিতীয় ম্যাচে ১২৯ রানেই থেমেছে বাংলাদেশ। এরপর
  • আপলোড সময় : ১৮ ডিসেম্বর ২০২৪, দুপুর ১০:২ সময়
  • আপডেট সময় : ১৮ ডিসেম্বর ২০২৪, দুপুর ১০:২ সময়
৬ বছর পর ক্যারিবিয়ানদের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয় ছবি : সংগৃহীত
এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ জয় করেছে বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজে দ্বিতীয় ম্যাচে ১২৯ রানেই থেমেছে বাংলাদেশ। এরপর মাঠে নামে ওয়েস্ট ইন্ডিজ। ১০২ রানে থামে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। ফলে ২৭ রানে জয় লাভ করে বাংলাদেশ। 

বুধবার (১৮ ডিসেম্বর) কিংসটাউনে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন-আপ। টাইগার ব্যাটাররা যেনো প্রতিযোগিতায় নেমেছেন কার আগে কে সাজঘরে ফিরে যাবেন। যার ফলে মাত্র ৮৮ রানেই ৭ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। শঙ্কা জাগে দলীয় ১০০ এর আগেই অলআউট হওয়ার। তবে শামীম হোসেন পাটোয়ারীর ১৭ বলে ৩৫ রানে ভর করে নির্ধারিক ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৯ রানে থামে বাংলাদেশ।

তাসকিন আহমেদ ও শেখ মেহেদীর বোলিংয়ে শুরুটা দুর্দান্ত করেছে টাইগাররা। এরপর হাসান মাহমুদ ও তানজিম হাসান সাকিবের আঘাতে ৪২ রানে ক্যারিবীয়দের ৬ উইকেট তুলে ম্যাচে ফিরেছে বাংলাদেশ।

প্রথম দুই ওভারে উইকেট ফেলতে পারেনি বাংলাদেশ। তবে ইনিংসের তৃতীয় ওভারে জোড়া শিকার ধরেছেন তাসকিন। ওভারের প্রথম ও পঞ্চম বলে ফিরিয়েছেন ব্রান্ডন কিং (৫ বলে ৮) ও আন্দ্রে ফ্লেচারকে (৪ বলে ০)। পরের ওভারে মারকুটে জনসন চার্লসকে (১২ বলে ১৫) এলব্ডিব্লিউর ফাঁদে পেলেন শেখ মেহেদী। অর্থাৎ দুই ওভারে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ।

ব্যাট টু ব্যাক বোলিংয়ে এসে নিকোলাস পুরানকেও ফেরান শেখ মেহেদী। ৮ বলে ৫ রান করা ক্যারিবীয় উইকেটরক্ষক ব্যাটারকে সৌম্য সরকারের ক্যাচ বানান টাইগার স্পিনার।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সাভারে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, বিস্ফোরণ, নিহত ৪

সাভারে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, বিস্ফোরণ, নিহত ৪