ঢাকা | |
সংবাদ শিরোনাম :
যে কারণে ক্ষুব্ধ হয়ে টিম হোটেল ছাড়েন ধোনি সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং-কর্মীদের কোন এলাকায় কত বেতন, জানাল অর্থমন্ত্রণালয় বিচার বিভাগ সংস্কার শিগগিরই: উপদেষ্টা রিজওয়ানা বাংলাদেশের সঙ্গে ফলপ্রসু আলোচনা হয়েছে: পাকিস্তানের পররাষ্ট্র সচিব রাজনৈতিক দলের সঙ্গে সরকারের মতপার্থক্য স্পষ্ট হতে শুরু করেছে: মান্না আমরা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আদায় করে নেব: ফারুক বৈঠকে সন্তুষ্ট না, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি কারিগরি শিক্ষার্থীদের গাজায় রাতভর ইসরায়েলি হামলায় কমপক্ষে ২৫ ফিলিস্তিনি নিহত সাকিবের আওয়ামী লীগে যোগদানের সিদ্ধান্ত শুধু ভুল নয়, বিশ্বাসঘাতকতাও: প্রেস সচিব পোষা বিড়ালকে মোবাইলে কী দেখালেন তারেক রহমান?

শেফার্ডকে ফেরালেন সাকিব, ৬ উইকেট হারিয়ে ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ

সেন্ট ভিনসেন্টে দ্বিতীয় টি-টোয়েন্টিতে সিরিজ নিশ্চিতের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭ উইকেটে হারিয়ে ১২৯ রান করেছে বাংলাদেশ। রান
  • আপলোড সময় : ১৮ ডিসেম্বর ২০২৪, সকাল ৯:২০ সময়
  • আপডেট সময় : ১৮ ডিসেম্বর ২০২৪, সকাল ৯:২০ সময়
শেফার্ডকে ফেরালেন সাকিব, ৬ উইকেট হারিয়ে ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ ছবি : সংগৃহীত
সেন্ট ভিনসেন্টে দ্বিতীয় টি-টোয়েন্টিতে সিরিজ নিশ্চিতের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭ উইকেটে হারিয়ে ১২৯ রান করেছে বাংলাদেশ। রান তাড়ায় ব্যাটিংয়ে নেমে ১০ ওভার শেষে ৪২ রান তুলতেই ৬ উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

১৩০ রানের জবাবে আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন ওপেনার জনসন চার্লস। তার ব্যাটে ২ ওভারেই যোগ হয় ১৯। কিন্তু তৃতীয় ওভারে বল হাতে নিয়েই প্রথম বলে ওপেনিংয়ে আঘাত করেন তাসকিন আহমেদ।  আরেক ওপেনার ব্র্যান্ডন কিংকে তালুবন্দি করিয়েছেন তিনি।  কিং ৫ বলে ১ চারে ফিরেছেন ৮ রানে। তাসকিন একই ওভারের পঞ্চম বলে ফেরান আন্দ্রে ফ্লেচারকেও।  ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি ফ্লেচার এজ হয়ে লিটনের গ্লাভসে জমা পড়েছেন শূন্য রানে। 

এরপর ভয়ঙ্কর হয়ে উঠার আগে জনসন চার্লসকে ফেরান শেখ মেহেদী।  চার্লসের ১২ বলে ১৪ রানের ইনিংসে ইনিংসে ছিল ২টি চার ও ১টি ছয়। 

পাওয়ার প্লের শেষ ওভার এসে ফের নিকোলাসকে সাজঘরে পাঠান শেখ মেহেদী।  এতে ৪ উইকেটের পতন দেখে ওয়েস্ট ইন্ডিজ।

৮ম ওভারে হাসান বোলিংয়ে ফিরেই তুলে নের ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রভম্যান পাওয়েলের উইকেট। ৭ বলে ৬ রানে ফিরলেন তিনি।  আর ৯ম ওভারে তানজিম হাসান সাকিবের বলে পুল করতে গিয়ে স্লিপে ক্যাচ দেন শেফার্ড। ৫ বল খেলে রানের খাতাই খুলতে পারেনি শেফার্ড।

জয়ের জন্য শেষ ১০ ওভারে ৮৬ রান চাই ওয়েস্ট ইন্ডিজের।  হাতে আছে মাত্র ৪ উইকেট।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ