ঢাকা | |

রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি নদভী

লালবাগের আজিমপুর এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় চট্টগ্রাম ১৫ আসনের সাবেক সংসদ
  • আপলোড সময় : ১৭ ডিসেম্বর ২০২৪, দুপুর ২:৩৭ সময়
  • আপডেট সময় : ১৭ ডিসেম্বর ২০২৪, দুপুর ২:৩৭ সময়
রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি নদভী ছবি : সংগৃহীত
লালবাগের আজিমপুর এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় চট্টগ্রাম ১৫ আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভীকে ১ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এ আদেশ দেন। এর আগে তাকে জিজ্ঞাসাবাদ থেকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালি জোনাল টিম ডিবির সাজ্জাদ হোসেন। এরপর বিচারক ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এরপর এমপি নদভীকে একদিনের রিমান্ডে দেয় আদালত।

খালিদ হত্যা মামলার অভিযোগে বলা হয়, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় তার বাবা কামরুল হাসান বাদী হয়ে গত ১৯ আগস্ট লালবাগ থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫২ জনকে আসামি করা হয়।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
ইসলামী ব্যাংকের ১ হাজার ১১৪ কোটি টাকা লুটপাট

ইসলামী ব্যাংকের ১ হাজার ১১৪ কোটি টাকা লুটপাট