ঢাকা | |

মালয়েশিয়াকে ২৯ রানে গুটিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপে শুরুর ম্যাচেই সাফল্য পেয়েছিল বাংলাদেশ। শ্রীলঙ্কাকে হারানোর পর স্বাগতিক মালয়েশিয়াকে মাত্র ২৯ রানে অলআউট
  • আপলোড সময় : ১৭ ডিসেম্বর ২০২৪, দুপুর ১২:৩৫ সময়
  • আপডেট সময় : ১৭ ডিসেম্বর ২০২৪, দুপুর ১২:৩৫ সময়
মালয়েশিয়াকে ২৯ রানে গুটিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ ছবি : সংগৃহীত
অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপে শুরুর ম্যাচেই সাফল্য পেয়েছিল বাংলাদেশ। শ্রীলঙ্কাকে হারানোর পর স্বাগতিক মালয়েশিয়াকে মাত্র ২৯ রানে অলআউট করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই তারা সুপার ফোর নিশ্চিত করেছে। সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও নেপাল। শ্রীলঙ্কাও সুপার ফোরের টিকিট কেটেছে। 

শুরুতে বাংলাদেশ ৫ উইকেটে জমা করে ১৪৯ রান। তার পর বল হাতেও ছিল আধিপত্য। মালয়েশিয়াকে ১৪.৫ ওভারে মাত্র ২৯ রানে গুটিয়ে দেয় তারা। বাংলাদেশ পেয়েছে ১২০ রানের বিশাল জয়। নিশিতা আক্তার ৩ রানে নিয়েছেন ৫ উইকেট। ৫ রানে তিনটি নেন হাবিবা ইসলাম। ৫ রানে দুটি শিকার করেছেন আনিসা আক্তার। 

বাংলাদেশের বোলিং তোপে মালয়েশিয়া নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে। কারও ছিল না কোনও ডাবল ডিজিটের স্কোর। সর্বোচ্চ স্কোর বলতে ৫ রান। 

বাংলাদেশের হয়ে টস জিতে উদ্বোধনী জুটিতেই ৪৫ রান যোগ করেন ফাহমিদা ছোঁয়া ও মোসাম্মৎ ইভা। ছোঁয়া ২৬ রানে আউট হলে ভাঙে জুটি। তার পর ছন্দ পতন ঘটে ইনিংসে। দ্রুত সময়ে আউট হন সুমাইয়া আক্তার (১) ও মোসাম্মৎ ইভা (১৯)। আরেক সুমাইয়া ১২ রানে ও আফিফা ৩ রানে ফিরলে ইনিংসটা সমৃদ্ধ হয়েছে জান্নাতুল মাওয়ার ৪৫ বলে অপরাজিত ৪৫ ও সাদিয়া আক্তারের ১৯ বলে অপরাজিত ৩১ রানের ইনিংসে।  তাদের ব্যাটে ভর করেই বাংলাদেশ পায় ১৪৯ রানের সংগ্রহ। মাওয়ার ইনিংসে ছিল ৪টি চার। সাদিয়ার ১৯ বলের ইনিংসে ছিল ৩টি চার ও ১টি ছক্কা। ম্যাচসেরা হয়েছেন মাওয়া। 
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সাভারে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, বিস্ফোরণ, নিহত ৪

সাভারে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, বিস্ফোরণ, নিহত ৪