ঢাকা | |

বগুড়ায় বেগুন বোঝাই পিকআপে ১৪ কেজি গাঁজা উদ্ধার, চালক গ্রেপ্তার

বগুড়ায় বেগুন বোঝাই পিকআপ থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। এ সময় পিকআপ
  • আপলোড সময় : ১৭ ডিসেম্বর ২০২৪, দুপুর ১১:৪ সময়
  • আপডেট সময় : ১৭ ডিসেম্বর ২০২৪, দুপুর ১১:৪ সময়
বগুড়ায় বেগুন বোঝাই পিকআপে ১৪ কেজি গাঁজা উদ্ধার, চালক গ্রেপ্তার ছবি : সংগৃহীত
বগুড়ায় বেগুন বোঝাই পিকআপ থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। এ সময় পিকআপ চালক আবুল কালাম (৫০) কে গ্রেপ্তার ও মাদক বহনের কাজে ব্যবহৃত পিকআপটি জব্দ করেছে। রোববার দিনগত রাত সোয়া ১২টার দিকে অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত পিকআপ চালক আবুল কালাম নীলফামারী জেলার ভুরুঙ্গামারী উপজেলার ছোটখাটামারী এলাকার মৃত আব্দুস ছবুরের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের উপ পরিচালক রাজিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের একটি অভিযানিক দল রোববার দিনগত রাত সোয়া ১২টার দিকে শহরতলীর তিনমাথা রেলগেট কুটুমবাড়ি হোটেলের সামনে অবস্থান নেয়।

এ সময় রংপুর থেকে ঢাকা অভিমুখী বেগুন বোঝাই একটি পিকআপ (নং ঢাকা মেট্রো-ন-১৯-৩৬৬১) থামিয়ে তল্লাশী চালায়। তল্লাশীকালে পিকআপটির বডির নিচে বিশেষ কায়দায় তৈরীকরা চেম্বারের ভিতর পলিথিনে মোড়ানো অবস্থায় ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে চালক আবুল কালামকে গ্রেপ্তার ও বেগুন বোঝাই পিকআপটি জব্দ করা হয়েছে।

এ ঘটনায় বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬ (১) এর সারনির ক্রমিক নং- ১৯ (খ) ও ২৬ (১) ধারায় গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
ইসলামী ব্যাংকের ১ হাজার ১১৪ কোটি টাকা লুটপাট

ইসলামী ব্যাংকের ১ হাজার ১১৪ কোটি টাকা লুটপাট