ঢাকা | |

বগুড়ায় র‍্যাব পরিচয়ে কলেজছাত্র অপহরণের ঘটনায় ২ নারী গ্রেপ্তার

বগুড়ায় র‌্যাব পরিচয়ে কলেজ ছাত্রকে অপহরণ করে মুক্তিপণ দাবির ঘটনায় দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ
  • আপলোড সময় : ১৫ ডিসেম্বর ২০২৪, দুপুর ৩:৫৬ সময়
  • আপডেট সময় : ১৫ ডিসেম্বর ২০২৪, দুপুর ৩:৫৬ সময়
বগুড়ায় র‍্যাব পরিচয়ে কলেজছাত্র অপহরণের ঘটনায় ২ নারী গ্রেপ্তার ছবি : সংগৃহীত
বগুড়ায় র‌্যাব পরিচয়ে কলেজ ছাত্রকে অপহরণ করে মুক্তিপণ দাবির ঘটনায় দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের মাধ্যমে তাদের গ্রেপ্তার করা হয়। জনগণের সহযোগিতায় কলেজ ছাত্র ফেরদৌস সরকারকে উদ্ধার করেছে পুলিশ। সে বর্তমানে নরসিংদী জেলার মাধবদী থানা হেফাজতে রয়েছে। 

অপহৃত কলেজ ছাত্র ফেরদৌস সরকার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই এলাকার মৃত. হাবিল সরকারের ছেলে। তিনি সরকারি শাহ সুলতান কলেজের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার। মামলা তদন্তের স্বার্থে গ্রেপ্তার দুই নারীর নাম প্রকাশ করেনি পুলিশ। তবে তারা সম্পর্কে মা মেয়ে বলে জানা গেছে।

অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জনসরকার বলেন, শুক্রবার (১৩ ডিসেম্বর) রাত ২টার দিকে শহরের জহুরুল নগর এলাকায় র‌্যাবের পোশাক পরে ৫ থেকে ৬ জন অজ্ঞাত ব্যক্তি ফেরদৌস সরকারকে অপহরণ করে। এরপর তারা ৭ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ফেরদৌসের পরিবার এরই মধ্যে ৩ লাখ টাকা নগদ ও বিকাশের মাধ্যমে প্রদান করেন।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় ফেরদৌসের পরিবার বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন। এরপর নগদ ও বিকাশ নাম্বারে ফাঁদ পেতে অপেক্ষা করে পুলিশ। বিকাশের মাধ্যমে টাকা নিতে আসায় দুই নারীকে নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের মাধ্যমে গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে এবং এ ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে। 

র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ বলেন, র‍্যাবের পোশাক পরিহিত ওই ব্যক্তিরা র‍্যাবের কেউ না। তারা সবাই অপহরণকারী দলের সদস্য। আমরাও তাদের ধরতে কাজ শুরু করেছি। আশা করছি দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
ইসলামী ব্যাংকের ১ হাজার ১১৪ কোটি টাকা লুটপাট

ইসলামী ব্যাংকের ১ হাজার ১১৪ কোটি টাকা লুটপাট