ঢাকা | |

রাজশাহীতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে রাজশাহীতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার
  • আপলোড সময় : ১১ ডিসেম্বর ২০২৪, দুপুর ২:৫৭ সময়
  • আপডেট সময় : ১১ ডিসেম্বর ২০২৪, দুপুর ২:৫৭ সময়
রাজশাহীতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার ছবি : সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে রাজশাহীতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার তিনজন হলেন, আওয়ামী লীগ কর্মী শওকত (৪১), যুবলীগ নেতা জাবেদ ইকবাল (৪২) ও ছাত্রলীগ নেতা সাফায়েত জাহান সৈকত (২৩)। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন মঙ্গলবার সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আওয়ামী লীগ কর্মী শওকত রাজশাহী মহানগরীর কর্ণহার থানার দর্শনপাড়া গ্রামের জলিলের ছেলে। যুবলীগ নেতা জাবেদ ইকবাল শাহমখদুম থানার বিমান চত্বর এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের নেতা সাফায়েত জাহান সৈকত রাজশাহীর পুঠিয়া উপজেলার নামাজগ্রাম এলাকার সারোয়ার জহানের ছেলে। সৈকত নিষিদ্ধ ছাত্রলীগের রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহ-সভাপতি।

তিনি আরও জানান, সোমবার থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন সময় বিভিন্ন এলাকা থেকে এদের আটক করা হয়। পরে ছাত্র-জনতার ওপর হামলায় গ্রেপ্তার দেখিয়ে এদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
ইসলামী ব্যাংকের ১ হাজার ১১৪ কোটি টাকা লুটপাট

ইসলামী ব্যাংকের ১ হাজার ১১৪ কোটি টাকা লুটপাট