ঢাকা | |
সংবাদ শিরোনাম :

ফজলে করিম আরও তিন মামলায় গ্রেপ্তার

রাউজানের (চট্টগ্রাম-৬ আসনের) সাবেক সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীকে আরও তিন মামলায় শ্যোন অ্যারেস্ট (গ্রেপ্তার) দেখানোর
  • আপলোড সময় : ১০ ডিসেম্বর ২০২৪, দুপুর ৪:৪৫ সময়
  • আপডেট সময় : ১০ ডিসেম্বর ২০২৪, দুপুর ৪:৪৫ সময়
ফজলে করিম আরও তিন মামলায় গ্রেপ্তার ছবি : সংগৃহীত
রাউজানের (চট্টগ্রাম-৬ আসনের) সাবেক সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীকে আরও তিন মামলায় শ্যোন অ্যারেস্ট (গ্রেপ্তার) দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে চট্টগ্রামের চিফ জুডিশিয়াল মাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলার কোর্ট পরিদর্শক জাকির হোসাইন বলেন, রাউজান থানায় দায়ের করা হত্যাচেষ্টা, ভাঙচুর ও নাশকতাসহ তিন মামলায় পুলিশের আবেদনে এবিএম ফজলে করিম চৌধুরীকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন আদালত।

এর আগে সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এ বি এম ফজলে করিম চৌধুরীকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে আনা হয়। শুনানি শেষে তাকে ফের কারাগারে নিয়ে যাওয়া হয়।

উল্লেখ্য, ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ ও আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন সকল সাংসদ। একইভাবে এবিএম ফজলে করিম চৌধুরীও ছিলেন আত্মগোপনে। কিন্তু ১২ সেপ্টেম্বর সকালে চিকিৎসা সংক্রান্তে ভারত পালানোর সময় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের আবদুল্লাহপুর এলাকা থেকে ফজলে করিমসহ তিনজনকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে গত ১৯ সেপ্টেম্বর একটি হেলিকপ্টারে করে ব্রাহ্মণবাড়িয়া কারাগার থেকে তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনা হয়।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ