ঢাকা | |

হাতিয়ায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে অনুমোদনহীন দুটি ইটভাটা বন্ধ

নোয়াখালী হাতিয়ায় অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এসময় কৃষি জমি থেকে মাটি কেটে ব্যবহার এবং প্রয়োজনীয়
  • আপলোড সময় : ৯ ডিসেম্বর ২০২৪, দুপুর ৪:৫৮ সময়
  • আপডেট সময় : ৯ ডিসেম্বর ২০২৪, দুপুর ৪:৫৮ সময়
হাতিয়ায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে অনুমোদনহীন দুটি ইটভাটা বন্ধ ছবি : সংগৃহীত
নোয়াখালী হাতিয়ায় অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এসময় কৃষি জমি থেকে মাটি কেটে ব্যবহার এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দুইটি ইটভাটাকে একলাখ টাকা জরিমানা ও সাময়িক বন্ধ করে দেওয়া হয়।

সোমবার (৯ ডিসেম্বর) সকালে পরিবেশ অধিদপ্তরের উপস্তিতিতে হাতিয়ায় পৌরসভায় এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মং এছেন। এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিহির লাল সরদার, সহকারী পরিচালক নুর হাসান সজীব, নোবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা।

জানা যায়, হাতিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের মজহার উদ্দিন ব্রিকফিল্ড চরকিং সাফদার ব্রিকফিল্ডে অভিযান করা হয়। এসময় মজহার উদ্দিন ব্রিকফিল্ডকে ৫০ হাজার টাকা ও সাফদার ব্রিকফিল্ডকে বৈধ কাগজপত্র না থাকা এবং কৃষি জমি থেকে মাটি কেটে ব্যবহার করায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) মোতাবেক  ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সে সাথে এই অবৈধ ইট ভাটা বন্ধ রাখার বিষয়ে তারা মুচলেকা প্রদান করেন।

পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিহির লাল সরদার বলেন, হাতিয়ায় দুটি ব্রিকফিল্ডে আজ অভিযান করা হয়। এদের বৈধ কোন কাগজ পত্র নেই। তারা কৃষি জমি ব্যবহার করে ইট তৈরি করে। পরিবেশ আইনে তাদেরকে জরিমানা ও অনুমোদন না থাকায় সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
ইসলামী ব্যাংকের ১ হাজার ১১৪ কোটি টাকা লুটপাট

ইসলামী ব্যাংকের ১ হাজার ১১৪ কোটি টাকা লুটপাট