ঢাকা | |

ঢাকা থেকে ভিসা সুবিধা দেবে বুলগেরিয়া : রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত বুলগেরিয়ার রাষ্ট্রদূত ড. নিকোলে ইয়ানকভ পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করেছেন। রোববার
  • আপলোড সময় : ৯ ডিসেম্বর ২০২৪, দুপুর ৩:২ সময়
  • আপডেট সময় : ৯ ডিসেম্বর ২০২৪, দুপুর ৩:২ সময়
ঢাকা থেকে ভিসা সুবিধা দেবে বুলগেরিয়া : রাষ্ট্রদূত ছবি : সংগৃহীত
বাংলাদেশে নিযুক্ত বুলগেরিয়ার রাষ্ট্রদূত ড. নিকোলে ইয়ানকভ পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করেছেন। রোববার (৮ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠকে উপদেষ্টা রাষ্ট্রদূতকে অভিনন্দন জানান।

রাষ্ট্রদূত বাংলাদেশ ও বুলগেরিয়ার মধ্যে সম্পর্ক উন্নয়নে দ্বিপাক্ষিক প্রথম দফা পরামর্শ বৈঠকের প্রস্তাব করেন। উপদেষ্টা হ্যানয় এবং জাকার্তার দূতাবাসে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসার জন্য আবেদনের অনুমতি দেয়ার জন্য বুলগেরিয়াকে ধন্যবাদ জানান। তিনি শিক্ষাখাতে সহযোগিতা বৃদ্ধির অনুরোধ জানান।

বুলগেরিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশি নাগরিকদের সুবিধাজনক দূতাবাসে কাজের ভিসার জন্য আবেদন করার অনুমতি দিতে সম্মত হন। এছাড়া ঢাকায় ভিসা প্রদানের জন্য ভিসা সুবিধা প্রদান পরিষেবা (ভিএফএস) শুরু করার বিষয়টি নিশ্চিত করেন।

বৈঠকে তারা দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ, আইটি সেক্টরে সহযোগিতা, সাংস্কৃতিক সহযোগিতা এবং ২০২৯ সালের পরে ইইউ’র জিএসপি প্লাস ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।

উপদেষ্টা জাতিসংঘ ও ইইউসহ আন্তর্জাতিক ফোরামে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের জন্য বুলগেরিয়ার সমর্থন চান।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
ইসলামী ব্যাংকের ১ হাজার ১১৪ কোটি টাকা লুটপাট

ইসলামী ব্যাংকের ১ হাজার ১১৪ কোটি টাকা লুটপাট