ঢাকা | |

সিরিয়ার প্রেসিডেন্ট পালানো নিয়ে স্টাটাস দিলো হাসনাত আব্দুল্লাহ

সিরিয়ায় বিদ্রোহীদের আক্রমণের মুখে দামেস্ক ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। আনুষ্ঠানিক ঘোষণা না হলেও এর মাধ্যমে তার দীর্ঘ
  • আপলোড সময় : ৮ ডিসেম্বর ২০২৪, দুপুর ১২:৫৫ সময়
  • আপডেট সময় : ৮ ডিসেম্বর ২০২৪, দুপুর ১২:৫৫ সময়
সিরিয়ার প্রেসিডেন্ট পালানো নিয়ে স্টাটাস দিলো হাসনাত আব্দুল্লাহ
সিরিয়ায় বিদ্রোহীদের আক্রমণের মুখে দামেস্ক ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। আনুষ্ঠানিক ঘোষণা না হলেও এর মাধ্যমে তার দীর্ঘ ২৪ বছরের শাসনের অবসান ঘটলো। আসাদ সরকারের পতন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

রোববার (৮ ডিসেম্বর) ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে হাসনাত লেখেন, রাজনৈতিক পরিসরে যখন আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার প্রসঙ্গ ওঠে, তখন আমি ইউটিউবে জুলাই-অগাস্ট মাসের খবরগুলো দেখি। সেসব দেখার পর জলপাই রঙের উর্দি পরা দেশপ্রেমিক অফিসার ও সৈনিকদের জন্য এক গভীর অনুতাপ অনুভব করি। জেনারেলদের বিরুদ্ধে গিয়ে তাদের নেওয়া এই বোল্ড ডিসিশনের কী নিদারুণ অপচয়!

আওয়ামী লীগের পরিণতি সিরিয়ার আসাদের চাচাতো ভাইয়ের মতো না করার এই আক্ষেপ বোধ হয় আমাদের সারাজীবন পুড়িয়ে যাবে বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে দামেস্কের নিয়ন্ত্রণ এখন সশস্ত্র বিদ্রোহীদের হাতে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, একটি প্লেনে চড়ে অজ্ঞাত গন্তব্যের উদ্দেশে দামেস্ক ছেড়েছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এর আগেই সিরিয়ার রাজধানীতে প্রবেশের কথা জানান বিদ্রোহীরা। এরপর দামেস্ক উপকণ্ঠে একটি কারাগার থেকে বন্দিদের মুক্ত করে দেন তারা।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
ইসলামী ব্যাংকের ১ হাজার ১১৪ কোটি টাকা লুটপাট

ইসলামী ব্যাংকের ১ হাজার ১১৪ কোটি টাকা লুটপাট