ঢাকা | |

প্রধান উপদেষ্টার কাছে ‘অর্থনীতির শ্বেতপত্র’ কমিটির প্রতিবেদন জমা

অর্থনীতির ওপর শ্বেতপত্র প্রণয়নের জন্য গঠিত কমিটি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা
  • আপলোড সময় : ১ ডিসেম্বর ২০২৪, দুপুর ৪:৫৯ সময়
  • আপডেট সময় : ১ ডিসেম্বর ২০২৪, দুপুর ৪:৫৯ সময়
প্রধান উপদেষ্টার কাছে ‘অর্থনীতির শ্বেতপত্র’ কমিটির প্রতিবেদন জমা
অর্থনীতির ওপর শ্বেতপত্র প্রণয়নের জন্য গঠিত কমিটি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে। রবিবার (১ ডিসেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদনটি জমা দেয় বিশিষ্ট অর্থনীতিবিদ এবং অর্থনীতিতে অনিয়ম ও দুর্নীতি তদন্তে গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বাধীন কমিটি। সোমবার (২ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে প্রতিবেদনটি প্রকাশ করা হবে। গত ২১ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত নেয়।

শ্বেতপত্রে যেসব খাতের ওপর আলোকপাত করা হয়েছে সেগুলো হলো- অভ্যন্তরীণ সম্পদ, সরকারি ব্যয় (সরকারি বিনিয়োগ, এডিপি, ভর্তুকি ও ঋণ), বাজেট ঘাটতির অর্থায়ন; মুদ্রাস্ফীতি ও খাদ্য ব্যবস্থাপনা– উৎপাদন, সরকারি ক্রয় ও সরকারি খাদ্য বিতরণ; বৈদেশিক ভারসাম্য- রপ্তানি, আমদানি, রেমিট্যান্স, এফডিআই, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, বৈদেশিক অর্থায়ন প্রবাহ ও ঋণ; শক্তি জ্বালানি– চাহিদা, যোগান, মূল্য, খরচ ও ক্রয় চুক্তি; বেসরকারি বিনিয়োগ– ঋণ, বিদ্যুৎ, যোগাযোগ ও লজিস্টিক সুবিধা লাভের সুযোগ; কর্মসংস্থান- দেশে ও বিদেশে, আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক মজুরি এবং যুব কর্মসংস্থান।

এ সময় সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সেলিম রায়হান, বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন, বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের (বিল্ড) প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা বেগম এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. এম তামিমসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
হামাসের সঙ্গে তুর্কি গোয়েন্দা প্রধানের বৈঠক, যা নিয়ে আলোচনা

হামাসের সঙ্গে তুর্কি গোয়েন্দা প্রধানের বৈঠক, যা নিয়ে আলোচনা