ঢাকা | |

মুন্নি সাহা আটকের পর 'শর্তসাপেক্ষে' মুক্তি

শানিবার রাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে সাংবাদিক মুন্নী সাহাকে আটক করে গোয়েন্দা পুলিশ। তবে তার কয়েক ঘণ্টা পর
  • আপলোড সময় : ১ ডিসেম্বর ২০২৪, দুপুর ১১:১ সময়
  • আপডেট সময় : ১ ডিসেম্বর ২০২৪, দুপুর ১১:১ সময়
মুন্নি সাহা আটকের পর 'শর্তসাপেক্ষে' মুক্তি
শানিবার রাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে সাংবাদিক মুন্নী সাহাকে আটক করে গোয়েন্দা পুলিশ। তবে তার কয়েক ঘণ্টা পর আবার ছেড়ে দেওয়া হয়েছে। শনিবার দিনগত মধ্যরাতের পরে মুচলেকা দিয়ে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক জানান, ফৌজদারি কার্যবিধির ৪৯৭ ধারায় তাকে মুক্তি দেওয়া হয়েছে।

অর্থাৎ তাকে জামিন চাইতে হবে এবং ভবিষ্যতে পুলিশের সমন পেলেই আদালতে হাজির হতে হবে। ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানান, শনিবার রাত সাড়ে ৯টার দিকে কারওয়ান বাজার এলাকা থেকে মুন্নি সাহাকে তুলে নিয়ে যায় ডিবির একটি দল। তিনি বলেন, মুন্নি সাহার বিরুদ্ধে ঢাকায় একাধিক মামলা রয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোন থানার মামলায় গ্রেপ্তার দেখানো হবে তা এখনো নির্ধারণ করা হয়নি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
হামাসের সঙ্গে তুর্কি গোয়েন্দা প্রধানের বৈঠক, যা নিয়ে আলোচনা

হামাসের সঙ্গে তুর্কি গোয়েন্দা প্রধানের বৈঠক, যা নিয়ে আলোচনা