এশিয়ান চ্যাম্পিয়নস লিগে কাতারের আল খোরে আল গারাফাকে ৩-১ গোলে হারালো আল নাসর। সোমবার এই ম্যাচে জোড়া গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। গ্রুপ পর্বে চতুর্থ জয়ে তার দল নকআউট পর্বের দ্বারপ্রান্তে।
প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৩৯ বছর বয়সী ফরোয়ার্ড বিরতির পরপর গোল করেন। সুলতান আল গানামের ক্রসে হেড করে জাল কাঁপান রোনালদো।
৫৮তম মিনিটে অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল প্রতিপক্ষ কিপারকে পরাস্ত করে ব্যবধান বাড়ান। ছয় মিনিট পর তারই অ্যাসিস্টে রোনালদো নিজের দ্বিতীয় গোল করেন।
জোসেলু ৭৫তম মিনিটে গোল শোধ দিলেও আল গারাফা ঘুরে দাঁড়ানোর মতো কিছু করতে পারেনি। সাদিও মানেকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন সেইদো সানো। ৮৪তম মিনিট থেকে ১০ জনকে নিয়ে খেলেছে আল গারাফা। তবে সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান বাড়াতে পারেনি আল নাসর।
পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে আল হিলালকে টপকে ‘বি’ গ্রুপের দ্বিতীয় স্থানে উঠেছে আল নাসর। আল গারাফা নেমে গেছে সাতে।
আগামী ২৯ ডিসেম্বর দামাকের বিপক্ষে সৌদি প্রো লিগে খেলবে আল নাসর। ঘরোয়া ফুটবলে জয়ে ফেরার মিশন রোনালদোদের।