ঢাকা | |
সংবাদ শিরোনাম :

আজকে কি কোথাও কর্মসূচি আন্দোলন বিক্ষোভ নেই: শাওন

ঢাকা মহানগরীতে প্রতিদিন কোথাও না কোথাও আন্দোলন চলছে। ঢাকা নগরী যেন আন্দোলনে রূপ নিয়েছে। বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ
  • আপলোড সময় : ২৫ নভেম্বর ২০২৪, দুপুর ৩:৫৩ সময়
  • আপডেট সময় : ২৫ নভেম্বর ২০২৪, দুপুর ৩:৫৩ সময়
আজকে কি কোথাও কর্মসূচি আন্দোলন বিক্ষোভ নেই: শাওন ছবি : সংগৃহীত
ঢাকা মহানগরীতে প্রতিদিন কোথাও না কোথাও আন্দোলন চলছে। ঢাকা নগরী যেন আন্দোলনে রূপ নিয়েছে। বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করছেন আন্দোলনকারীরা। আর তার ভোগান্তির স্বীকার সাধারণ মানুষ। 

সোমবার (২৫ নভেম্বর) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নিয়েছে ব্যাটারিচালিত রিকাশচালকরা। ফলে ঢাকা শহরে যানজটের সৃষ্টি হয়েছে।  এরই মধ্যে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে শিক্ষার্থীদের হামলা ও ভাঙচুরের প্রতিবাদে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ (ডিএমআরসি) অভিমুখে লাঠি হাতে লংমার্চে করছেন কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। মুখোমুখি অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। ফলে ঢাকা-সিলেট মহাসড়কেও যাত্রীদের ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। 

এমতাবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ঠাট্টা’ করে একটি স্ট্যাটাস দিয়েছেন ঢালিউড অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। দুপুরে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে অভিনেত্রী লিখেছেন— আজকে কি কোথাও কর্মসূচি, আন্দোলন, বিক্ষোভ নেই? ফেসবুকে কোনো সাড়াশব্দ পাচ্ছি না? শাওন বলেন, ট্রাফিক আপডেট ‘ঢাকার চাকা’র মতো আন্দোলন আপডেটের একটি অ্যাপ তৈরি করার দাবি জানাচ্ছি।

অভিনেত্রীর সেই পোস্টে এক নেটিজেন বলেছেন—আজকের দিনের প্রথম ভাগের আপডেট- ১. মাহবুবুর রহমান কলেজে ব্যাপক ভাঙচুর ও লুটপাট। ২. আগারগাঁওয়ে অটোরিকশা (বাংলার টেসলা) পাইলটরা দখল নিয়ে বন্ধ করে দিয়েছে ইউনাইটেড স্টেট অব মিরপুর সড়ক। ৩. বকেয়া বেতনের দাবিতে চন্দ্রা নবীনগর সড়ক আবার নিজেদের দখলে নিয়েছেন শ্রমিকরা।

নেটিজেনের সেই মন্তব্যের জবাবে খানিকটা মজা করে শাওন লিখেছেন— যাক বাবা মনটা শান্ত হলো! আন্দোলন ছাড়া দিনটা গেলে মনে হয় ‘কি যেন নাই!’ 
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ