ঢাকা | |

বেনাপোল থেকে চুরি হওয়া কাভার্ডভ্যান মংলা বন্দর থেকে উদ্ধার

যশোরের বেনাপোল বন্দর থেকে চুরি যাওয়া একটি একটি কাভার্ডভ্যান (ট্রাক) মংলা বন্দর থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার কাভার্ডভ্যানটি
  • আপলোড সময় : ২৫ নভেম্বর ২০২৪, দুপুর ১১:২২ সময়
  • আপডেট সময় : ২৫ নভেম্বর ২০২৪, দুপুর ১১:২২ সময়
বেনাপোল থেকে চুরি হওয়া কাভার্ডভ্যান মংলা বন্দর থেকে উদ্ধার ছবি : সংগৃহীত
যশোরের বেনাপোল বন্দর থেকে চুরি যাওয়া একটি একটি কাভার্ডভ্যান (ট্রাক) মংলা বন্দর থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার কাভার্ডভ্যানটি উদ্ধার করে রবিবার সকালে মালিকের কাছে হস্তান্তর করেন বেনাপোল পোর্ট থানা পুলিশ।

পুলিশ জানায়, বেনাপোল স্থলবন্দর হতে পণ্য লোড করার জন্য একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ড-১৪-৬০৭৬) গত ১১ নভেম্বর বেনাপোল আসেন। বন্দরের বেনাপোল কাষ্টমস হাউজের সামনে সড়কের পাশে অবস্থান করে। পণ্য লোড সংক্রান্ত বিষয়ে গাড়ির চালক গাড়ি রেখে স্থলবন্দর অভ্যন্তরে প্রবেশ করে। পরে ফিরে এসে তার গাড়িটি যথাস্থানে দেখতে না পেয়ে বন্দরের ট্রাক মালিক সমিতি এবং বন্দর ব্যবহারকারী সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিকট বিষয়টি জানালে তারা স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করতে বলেন। পরে চালক থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগের সূত্র ধরে বেনাপোল পোর্ট থানা পুলিশের একটি তল্লাশি দল গাড়ির খোঁজে তদন্তে নামেন। পুলিশের নিজস্ব গোয়েন্দা তৎপরতা ও মোবাইল সার্ভাইভারের মাধ্যমে বাগেরহাট জেলার মংলা বন্দর হতে কাভার্ড ভ্যানটি উদ্ধার করে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গাড়িটি উদ্ধার করে গাড়ির মালিক মাদারীপুর জেলার শিবচর থানার রাজার চর মোল্লাকান্দি গ্রামের মোতালেব মাতবরের ছেলে সোহেল হোসেন হৃদয় এর কাছে হস্তান্তর করা হয়।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
ব্যক্তিগত বিমানে দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট আসাদ, বিদ্রোহীরা বলছে সিরিয়া এখন মুক্ত

ব্যক্তিগত বিমানে দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট আসাদ, বিদ্রোহীরা বলছে সিরিয়া এখন মুক্ত