ঢাকা | |

নয়াদিল্লি ও লন্ডনে নতুন প্রেস মিনিস্টার নিয়োগ

ভারতের নয়াদিল্লি এবং যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ে দুই সাংবাদিককে প্রেস মিনিস্টার হিসেবে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।বাংলাদেশ
  • আপলোড সময় : ২৫ নভেম্বর ২০২৪, দুপুর ১১:১৭ সময়
  • আপডেট সময় : ২৫ নভেম্বর ২০২৪, দুপুর ১১:১৭ সময়
নয়াদিল্লি ও লন্ডনে নতুন প্রেস মিনিস্টার নিয়োগ ছবি : সংগৃহীত
ভারতের নয়াদিল্লি এবং যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ে দুই সাংবাদিককে প্রেস মিনিস্টার হিসেবে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

বাংলাদেশ হাইকমিশনের যুক্তরাজ্য মিশনে নিয়োগ পেয়েছেন বিবিসি ঢাকা ব্যুরোর জ্যেষ্ঠ সাংবাদিক আকবর হোসেন মজুমদার। অন্যদিকে, নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে প্রেস মিনিস্টার হিসেবে নিয়োগ পেয়েছেন ফয়সাল মাহমুদ।

রবিবার দুই বছরের চুক্তিতে তাদের এই পদে নিয়োগ দিয়ে আলাদা প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, তারা প্রেস মিনিস্টার পদে যোগদান করার আগে অন্য যেকোনো পেশা, ব্যবসা, সরকারি, আধা-সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগ করবেন।

যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
নাট্যাভিনেতা আনামিকা বিমানবন্দরে সোনাসহ আটক

নাট্যাভিনেতা আনামিকা বিমানবন্দরে সোনাসহ আটক