চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জারটেক এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার সড়ক আটকে তিনটি বেসরকারি ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল), ইউনিয়ন ব্যাংক ও ইসলামী ব্যাংক থেকে চাকরি হারানো কর্মকর্তা-কর্মচারীরা চাকরি ফিরে পাওয়ার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।
রোববার (২৪ নভেম্বর) সকাল থেকে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের একপাশ অবরোধ করে বিক্ষোভ করেন তারা। বিক্ষোভের কারণে দীর্ঘ কয়েক ঘন্টা যানজটের কারণে দুর্ভোগে পড়েন দক্ষিণ চট্টগ্রামের হাজারো মানুষ।
অবরোধকারীরা জানান, ব্যাংক থেকে কোন ধরনের আগাম নোটিশ না দিয়ে, বিনা কারণে তাদের চাকুরিচ্যুত করা হয়েছে। এই অন্যায়ের প্রতিবাদ করার পাশাপাশি মানবিক আবেদন জানিয়ে সকাল থেকে এই কর্মসূচি পালন করেছে।
অবরোধকারীরা ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘মরতে হলে মরব, চাকরি নিয়ে ফিরবসহ বিভিন্ন স্লোগান দেন তারা। আন্দোলনরতরা জানিয়েছেন, দাবি মানা না হলে তারা আরো বৃহৎ কর্মসূচি দেবেন।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন,‘বিভিন্ন ব্যাংক থেকে চাকরি হারানো কর্মকর্তারা চাকরি ফিরে পাওয়ার দাবিতে বিক্ষোভের পাশাপাশি সড়ক অবরোধ করেন। পরে আমরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিয়েছি। বর্তমানে সড়কে যানবাহন চলাচল পুরোপুরি স্বাভাবিক আছে।’
উল্লেখ, (৫ আগস্ট) আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে রাজনৈতিক পটপরিবর্তনের পর বেসরকারি শরিয়াহভিত্তিক সোশ্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) পর্ষদ এস আলমমুক্ত হয়।