ঢাকা | |

উখিয়ার সীমান্ত থেকে দুইটি পিস্তল-১০ রাউন্ড গুলি সহ আটক ১

কক্সবাজারের উখিয়ার পালংখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে দুটি পিস্তল ও ১০ রাউন্ড গুলি সহ একজনকে আটক করেছে বর্ডার
  • আপলোড সময় : ২৪ নভেম্বর ২০২৪, দুপুর ৪:৫৯ সময়
  • আপডেট সময় : ২৪ নভেম্বর ২০২৪, দুপুর ৪:৫৯ সময়
উখিয়ার সীমান্ত থেকে দুইটি পিস্তল-১০ রাউন্ড গুলি সহ আটক ১ ছবি : সংগৃহীত
কক্সবাজারের উখিয়ার পালংখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে দুটি পিস্তল ও ১০ রাউন্ড গুলি সহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত হলো উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী গ্রামের আলতাফ মিয়ার পুত্র আব্দুর রহিম(৩২)। 

আটককৃত ব্যক্তিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়। রোববার (২৪ নভেম্বর) বিকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রোববার উখিয়ার পালংখালী ইউনিয়নের নলবুনিয়া এলাকায় এ অভিযান চালানো হয়। 

এ ব্যাপারে ৩৪ বিজিবির অধিনায়ক কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন, আটককৃত আসামীর বিরুদ্ধে উখিয়া থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়। 

এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আরিফ হোসেন বলেন আটককৃত আসামীকে কক্সবাজার জেল হাজতে পাঠানো হয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
হামাসের সঙ্গে তুর্কি গোয়েন্দা প্রধানের বৈঠক, যা নিয়ে আলোচনা

হামাসের সঙ্গে তুর্কি গোয়েন্দা প্রধানের বৈঠক, যা নিয়ে আলোচনা