ঢাকা | |
সংবাদ শিরোনাম :

সিদ্ধেশ্বরী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ফয়েজ হোসেনের মৃত্যু

ন্যাশনাল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’র অধ্যক্ষ প্রফেসর মো: ফয়েজ হোসেন বৃহস্পতিবার রাত ১১.৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় স্কায়ার
  • আপলোড সময় : ২৪ নভেম্বর ২০২৪, সকাল ৮:৩৬ সময়
  • আপডেট সময় : ২৪ নভেম্বর ২০২৪, সকাল ৮:৩৬ সময়
সিদ্ধেশ্বরী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ফয়েজ হোসেনের মৃত্যু ছবি : সংগৃহীত
ন্যাশনাল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’র অধ্যক্ষ প্রফেসর মো: ফয়েজ হোসেন বৃহস্পতিবার রাত ১১.৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় স্কায়ার হাসপাতালে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

কর্মজীবনে তিনি সিদ্ধেশ্বরী কলেজের সাবেক অধ্যক্ষ, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) এর সাধারণ সম্পাদকের দায়িত্বরত ছিলেন। তিনি সিদ্ধেশ্বরী কলেজ, হাবিবউল্লাহ বাহার কলেজ, সিদ্ধেশ্বরী মহিলা কলেজ, তেজগাঁও মহিলা কলেজসহ বহু প্রতিষ্ঠানের গভর্নিং বডির বিভিন্ন দায়িত্বে ছিলেন।

শিক্ষক কর্মচারীদের অধিকার আদায়ে আপোষহীন সংগ্রামী নেতা ছিলেন। মৃত্যুকালে তিন কন্যা, স্ত্রীসহ অসংখ্য ভক্ত রেখে গেছেন। শুক্রবার সিদ্ধেশ্বরী কলেজ মাঠে ও দিলুরোড জামে মসজিদে জানাযা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ