ঢাকা | |
সংবাদ শিরোনাম :

চকরিয়ায় গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

কক্সবাজারের চকরিয়ায় একটি গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। শনিবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে
  • আপলোড সময় : ২৪ নভেম্বর ২০২৪, সকাল ৮:৩৫ সময়
  • আপডেট সময় : ২৪ নভেম্বর ২০২৪, সকাল ৮:৩৫ সময়
চকরিয়ায় গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ছবি : সংগৃহীত
কক্সবাজারের চকরিয়ায় একটি গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। শনিবার (২৩ নভেম্বর)  রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিযা উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং ভিলেজার পাড়া দ্বীনিয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

চিরিংগা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করতে পারেনি তিনি।

ওসি আরিফুল আমিন বলেন, ধারণা করা হচ্ছে, দুই যুবক মোটরসাইকেল চালিয়ে কক্সবাজার থেকে ফিরছিলেন। নিহত দুইজনের পরিচয় সনাক্তে খোঁজ নেয়া হচ্ছে। যেহেতু গাড়িটি পালিয়ে গেছে তাই কী গাড়ি তাদেরকে ধাক্কা দিয়েছে, তা এখনো সনাক্ত করা সম্ভব হয়নি।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ