ঢাকা | |
সংবাদ শিরোনাম :

যুক্তরাষ্ট্রের ভেটোতে আটকে গেল গাজা যুদ্ধবিরতি চুক্তি

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উঠা প্রস্তাবে আবারও ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার নিউইয়র্কে
  • আপলোড সময় : ২১ নভেম্বর ২০২৪, দুপুর ১০:৫০ সময়
  • আপডেট সময় : ২১ নভেম্বর ২০২৪, দুপুর ১০:৫০ সময়
যুক্তরাষ্ট্রের ভেটোতে আটকে গেল গাজা যুদ্ধবিরতি চুক্তি ছবি : সংগৃহীত
ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উঠা প্রস্তাবে আবারও ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে প্রস্তাবটি নিয়ে ভোটাভুটি হয়, যেখানে যুক্তরাষ্ট্র ছাড়া নিরাপত্তা পরিষদের অন্য ১৪ দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়।

এ প্রস্তাবটি ছিল গাজায় ‘অবিলম্বে ও নিঃশর্তে’ ইসরায়েলের হামলা বন্ধ করার আহ্বান জানিয়ে। এতে গাজায় বর্তমানে আটকে থাকা সব ইসরায়েলি জিম্মির মুক্তি দাবি করা হয়েছিল। এই প্রস্তাবটি উঠিয়েছিল নিরাপত্তা পরিষদের অস্থায়ী ১০ সদস্য দেশ।

গাজার এক বছরের বেশি সময় ধরে চলমান যুদ্ধের ফলে প্রায় ৪৪ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি হামলায় উপত্যকাটিতে মানবিক বিপর্যয় মারাত্মক আকার ধারণ করেছে।

ভোটাভুটির সময় জাতিসংঘে যুক্তরাষ্ট্রের উপদূত রবার্ট উড বলেন, ‘আলাপ-আলোচনার মাধ্যমে বিষয়টি স্পষ্ট করেছি যে, কোনো প্রস্তাব যদি জিম্মিদের মুক্তি দিতে ব্যর্থ হয়, তবে আমরা তেমন কোনো প্রস্তাবকে শর্তহীনভাবে সমর্থন করতে পারি না। তবে, অবশ্যই জিম্মিদের মুক্তি দেওয়ার মধ্য দিয়ে যুদ্ধ বন্ধ হবে।’

এদিকে, জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের উপদূত মাজেদ বামেয়া যুক্তরাষ্ট্রের ভেটোর সমালোচনা করেছেন। তিনি বলেন, “একটি যুদ্ধবিরতি অনেক প্রাণ রক্ষা করতে পারে। এটা এক বছর আগে যেমন সত্য ছিল, এখনো তা আরও বেশি সত্য।” তিনি আরও বলেন, “যদিও একটি যুদ্ধবিরতি সবকিছুর সুরাহা করতে পারবে না, তবে এটি যে কোনো সুরাহারের প্রথম পদক্ষেপ।”

এদিকে, গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানাতে নিরাপত্তা পরিষদে ওঠা প্রস্তাবের ভেটো দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ