ঢাকা | |

বগুড়ায় ছাত্রলীগের সহ-সভাপতি পাপ্পু গ্রেপ্তার

বগুড়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জেলা কমিটির সহ সভাপতি পাপ্পুকে গ্রেপ্তার করেছে ডিবি৷ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শিবগঞ্জের
  • আপলোড সময় : ২১ নভেম্বর ২০২৪, সকাল ৮:৪০ সময়
  • আপডেট সময় : ২১ নভেম্বর ২০২৪, সকাল ৮:৪০ সময়
বগুড়ায় ছাত্রলীগের সহ-সভাপতি পাপ্পু গ্রেপ্তার ছবি : সংগৃহীত
বগুড়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জেলা কমিটির সহ সভাপতি পাপ্পুকে গ্রেপ্তার করেছে ডিবি৷ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শিবগঞ্জের মহাস্থানগড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত আল আমিন হোসেন পাপ্পু বগুড়া শহরের নারুলী এলাকার মৃত জসীমউদ্দিনের ছেলে। এছাড়াও তিনি বগুড়া জেলা ছাত্রলীগের সহ-সভাপতির পদে রয়েছেন৷ এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি  মুস্তাফিজ হাসান। 

ডিবির এই কর্মকর্তা জানান,  গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মহাস্থানগড় এলাকা থেকে পাপ্পুকে গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তার পাপ্পুর নামে একাধিক মামলা রয়েছে। বিকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। 
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
ব্যক্তিগত বিমানে দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট আসাদ, বিদ্রোহীরা বলছে সিরিয়া এখন মুক্ত

ব্যক্তিগত বিমানে দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট আসাদ, বিদ্রোহীরা বলছে সিরিয়া এখন মুক্ত