ঢাকা | |

শার্শার সাবেক এমপির দখলকৃত ৪২ একর সরকারি জমি উদ্ধার

যশোরের শার্শার সাবেক সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের মালিকানাধীন আফিল ব্রিডার ফার্ম লিমিটেড এর অবৈধভাবে দখলকৃত সরকারি জমি
  • আপলোড সময় : ২০ নভেম্বর ২০২৪, দুপুর ৩:১৬ সময়
  • আপডেট সময় : ২০ নভেম্বর ২০২৪, দুপুর ৩:১৬ সময়
শার্শার সাবেক এমপির দখলকৃত ৪২ একর সরকারি জমি উদ্ধার ছবি : সংগৃহীত
যশোরের শার্শার সাবেক সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের মালিকানাধীন আফিল ব্রিডার ফার্ম লিমিটেড এর অবৈধভাবে দখলকৃত সরকারি জমি ১৫০ টি বাঁশের খুঁটি ও লাল পতাকা সম্বলিত ফ্ল্যাগ দিয়ে সীমানা চিহ্নিত করে দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন। বিষয়টি নিশ্চিত করে শার্শা উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) কাজী নাজিব হাসান তার ফেইসবুক আইডিতে বুধবার (২০ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ও তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরাদের সাথে নিয়ে সরকারি জমি দখল পুনরুদ্ধারে অভিযান পরিচালনা করেন। সকল ধরনের অনিয়ম ও দখলদারদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যহত থাকবে বলে তিনি জানান।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন জানান, উপজেলার লক্ষণপুর ইউনিয়নের হরিণাপোতা মৌজায় শার্শার সাবেক সংসদ সদস্য আফিল উদ্দীন ক্ষমতার প্রভাব খাটিয়ে সরকারি ৪১.৯৬ একর (খাস ৩৯.৩৯ একর ও ভিপি ক তফসিলভুক্ত ২.৫৭ একর জমি দখল করে নিজের মালিকানাধীন একটি ব্রিডার ফার্ম গড়ে তুলে ব্যবসা পরিচালনা করছে।

বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসলে তারা অভিযান চালিয়ে দখলকৃত জমি বাঁশের খুঁটি ও লাল পতাকা সম্বলিত ফ্ল্যাগ দিয়ে সীমানা চিহ্নিত করে জমিগুলো দখলমুক্ত করেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
ব্যক্তিগত বিমানে দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট আসাদ, বিদ্রোহীরা বলছে সিরিয়া এখন মুক্ত

ব্যক্তিগত বিমানে দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট আসাদ, বিদ্রোহীরা বলছে সিরিয়া এখন মুক্ত