ঢাকা | |

আশুগঞ্জে ঐতিহাসিক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে লেবার শ্রমিক সমবায় সমিতির উদ্যোগে ঐতিহাসিক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার
  • আপলোড সময় : ১৯ নভেম্বর ২০২৪, দুপুর ২:৫০ সময়
  • আপডেট সময় : ১৯ নভেম্বর ২০২৪, দুপুর ২:৫০ সময়
আশুগঞ্জে ঐতিহাসিক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে লেবার শ্রমিক সমবায় সমিতির উদ্যোগে ঐতিহাসিক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ধানের গাল্লা এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

আশুগঞ্জ উপজেলা লেবার শ্রমিক সমবায় সমিতির সভাপতি কাসেম মিয়ার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. শাহজাহান সিরাজ।

উদ্বোধক ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা অটো মেজর হাসকিং মিল মালিক সমিতির সভাপতি ও আশুগঞ্জ বন্দর ধান চাউল ব্যবসা সমিতির সভাপতি আলহাজ্ব জহিরুল ইসলাম জারু মিয়া।

বিশেষ অতিথি ছিলেন, আশুগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মোবারক হোসেন, সহ-সভাপতি আলহাজ্ব মো. হেলাল সিকদার, সাবেক সভাপতি আলহাজ্ব মো. সাদেকুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, আশুগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন জয়।

এসময় বক্তারা বলেন, আলহাজ্ব মো. শাহজাহান সিরাজ ভাইয়ের পক্ষে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশা করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন আশুগঞ্জ লেবার শ্রমিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
ব্যক্তিগত বিমানে দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট আসাদ, বিদ্রোহীরা বলছে সিরিয়া এখন মুক্ত

ব্যক্তিগত বিমানে দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট আসাদ, বিদ্রোহীরা বলছে সিরিয়া এখন মুক্ত