ঢাকা | |

ঢাকা মেডিকেলে মোবাইল চুরির সময় হাতেনাতে ধরা যুবক

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মোবাইল চুরি করার সময় ফয়সাল (৩০) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে হাসপাতালের পুলিশ
  • আপলোড সময় : ১৯ নভেম্বর ২০২৪, সকাল ৯:৪ সময়
  • আপডেট সময় : ১৯ নভেম্বর ২০২৪, সকাল ৯:৪ সময়
ঢাকা মেডিকেলে মোবাইল চুরির সময় হাতেনাতে ধরা যুবক ছবি : সংগৃহীত
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মোবাইল চুরি করার সময় ফয়সাল (৩০) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে হাসপাতালের পুলিশ ক্যাম্পে সোপর্দ করা হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) বিকেলে তিনটার দিকে এই ঘটনা ঘটে।

ছুরি হওয়া মোবাইলটির মালিক সাদি নামের এক ব্যক্তি বলেন, নতুন ভবনের মেডিসিন বিভাগের ৮০২ নম্বর ওয়ার্ডে আমার এক রোগী ভর্তি রয়েছে। আমার বেডে একটি স্মার্টফোন রাখা ছিল। হঠাৎ এক যুবক আমার ফোনটি নিয়ে পালানোর সময় আমি হাতেনাতে ধরি। পরে ঢামেকের পুলিশ বক্সে আসার সময় উত্তেজিত জনতা দেখেতে পেয়ে তাকে গণপিটুনি দেয়।

পরে আনসার সদস্যরা হাসপাতালের পুলিশ ক্যাম্পে সোপর্দ করে। এসময় তার কাছে আমার মোবাইলফোনটি পাওয়া যায়। ওই সময় পুলিশ ক্যাম্পে আরও ৬ জন মোবাইল চুরি হওয়া ভুক্তভোগী উপস্থিত ছিলেন।

সজল নামের অন্য এক ভুক্তভোগী জানান, আমার রোগী ২০০ নম্বর ওয়ার্ডের বেড না পাওয়ায় সিঁড়ির র‌্যাম্পে ফ্লোরে চিকিৎসাধীন আছে। ভোরে বেডে থাকা আমার একটি ২টি ফোন নিয়ে যায় চোরের দল। খবর শুনে আমি পুলিশ ক্যাম্পে এসেছি।

মোবাইল চুরি হওয়া আর এক ভুক্তভোগী শাদিম জানান, দুপুরে ৮০২ নম্বর ওয়ার্ড থেকে আমার একটি রিয়েলমি অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে যায়। আমিও খবর শুনে পুলিশ ক্যাম্পে এসেছি। দেখি এই চোরের কাছে আমার মোবাইল ফোনটি আছে কি না, তবে তার কাছে একটি মোবাইলফোনই পাওয়া গেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ফারুক জানান, মোবাইল চুরির অপরাধে ফয়সাল নামের এক যুবককে আমাদের পুলিশ ক্যাম্পে আনা হয়েছে। ওই সময় আরও ৬ ভুক্তভোগী এসেছেন, তারা জানিয়েছেন তাদের মোবাইলও চুরি হয়েছে। কিন্তু কেউ বাদি হয়ে থানায় অভিযোগ ও মামলা করতে না চাইলে আমরা কি আর করতে পারি। আজ যে চোরকে ধরা হয়েছে কয়েকদিন আগেও তাকে আটক করে পুলিশ ক্যাম্পে দেওয়া হয়েছিল। আজও আবার মোবাইলফোন চুরি করে ধরা পড়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
নাট্যাভিনেতা আনামিকা বিমানবন্দরে সোনাসহ আটক

নাট্যাভিনেতা আনামিকা বিমানবন্দরে সোনাসহ আটক