ফিলিস্তিনের গাজা উপত্যকায় চালিয়েছে ইসরায়েয়ের বোমা হামলায় ৯৬ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। গাজার বেইত লাহিয়া, নুসিরাত ও বুরেজের আবাসিক ভবন লক্ষ্য করে এসব হামলা চালানো হয়।
রোববার (১৭ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান উত্তরাঞ্চলীয় শহর বেইত লাহিয়া এবং মধ্য গাজার নুসেইরাত ও বুরেজের শরণার্থী শিবিরে বেশ কয়েকটি আবাসিক ভবন ও বাড়ি লক্ষ্য করে হামলা চালালে হতাহতের এই ঘটনা ঘটে।
এক বিবৃতিতে গাজার সরকারি মিডিয়া অফিস বলেছে, বেইত লাহিয়ায় হামলায় ৭২ জনেরও বেশি লোক প্রাণ হারিয়েছেন এবং মধ্য গাজায় ২৪ জন ফিলিস্তিনি নিহত এবং আরও ৬০ জন আহত হয়েছেন। দখলদার সেনাবাহিনী জানতো, অসংখ্য বাস্তুচ্যুত বেসামরিক লোক এই ভবনগুলোর ভেতরে রয়েছে এবং তাদের বেশিরভাগই ছিল এমন সব শিশু ও নারী যারা আশপাশের এলাকা থেকে বাস্তুচ্যুত হয়ে সেখানে আশ্রয় নিয়েছিল।
গাজার এই অফিস “বাস্তুচ্যুত বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে এই ভয়ঙ্কর গণহত্যার” নিন্দা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে এবং একইসঙ্গে “যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি এবং ফ্রান্সসহ ইসরায়েলি সরকারকে এবং তাদের আন্তর্জাতিক সমর্থকদের” জবাবদিহিতার দাবি জানিয়েছে।