ঢাকা | |

টিস্যু গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

নারায়ণগঞ্জের সোনাগাঁও উপজেলার মেঘনা ঘাটে অবস্থিত ফ্রেশ টিস্যু পেপারের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার ভোর ৫টা ১০ মিনিটের
  • আপলোড সময় : ১৮ নভেম্বর ২০২৪, সকাল ৮:২৭ সময়
  • আপডেট সময় : ১৮ নভেম্বর ২০২৪, সকাল ৮:২৭ সময়
টিস্যু গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জের সোনাগাঁও উপজেলার মেঘনা ঘাটে অবস্থিত ফ্রেশ টিস্যু পেপারের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার ভোর ৫টা ১০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট অগ্নিকাণ্ডের খবর পেয়ে ৫টা ২৫ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছায়। কাজ করে আগুন নিয়ন্ত্রণে। 

শেষ খবর পাওয়া পর্যন্ত আগুনের তীব্রতা বেড়ে যাওয়ার ফলে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট আগুন নেভানোর কাজ করছে।

ফ্রেশ টিস্যুর গোডাউনে আগুন লাগার পর প্রথমে সোনারগাঁও, গজারিয়া,এবং গজারিয়া বিসিক ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট আগুন নেভানোর কাজ করে। পরে বন্দর, কাঁচপুর ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে আরও ছয়টি ইউনিট ঘটনাস্থলে আসে। 

তবে কী কারণে আগুন লেগেছে তা তাৎক্ষণিক নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
ব্যক্তিগত বিমানে দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট আসাদ, বিদ্রোহীরা বলছে সিরিয়া এখন মুক্ত

ব্যক্তিগত বিমানে দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট আসাদ, বিদ্রোহীরা বলছে সিরিয়া এখন মুক্ত