ঢাকা | |

কাপ্তাই জাতীয় উদ্যানের গহীন অরণ্যে অজগর সাপ অবমুক্ত

রাঙ্গামাটির কাপ্তাই জাতীয় উদ্যানের গহীন অরণ্যে একটি অজগর সাপ অবমুক্ত করা হয়েছে। সাপটি ৭ ফুট লম্বা এবং এর
  • আপলোড সময় : ১৭ নভেম্বর ২০২৪, দুপুর ৪:৩৪ সময়
  • আপডেট সময় : ১৭ নভেম্বর ২০২৪, দুপুর ৪:৩৪ সময়
কাপ্তাই জাতীয় উদ্যানের গহীন অরণ্যে অজগর সাপ অবমুক্ত ছবি : সংগৃহীত
রাঙ্গামাটির কাপ্তাই জাতীয় উদ্যানের গহীন অরণ্যে একটি অজগর সাপ অবমুক্ত করা হয়েছে। সাপটি ৭ ফুট লম্বা এবং এর ওজন ৮কেজি বলে জানান পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ অফিসার এএসএম মহিউদ্দিন। 

রবিবার (১৭ নভেম্বর) সকাল ১১টায় রেঞ্জ অফিসার এএসএম মহিউদ্দিন এবং বন বিভাগের কর্মীরা সাপটিকে কাপ্তাই জাতীয় উদ্যানের গহীন অরণ্যে অবমুক্ত করেন। এসময় বন বিভাগ এবং সদস্যগণ উপস্থিত ছিলেন।

এর আগে শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় কাপ্তাই উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন এর কেপিএমের ১নং গেইট হতে  বাংলাদেশে বন্যপ্রাণী ও সাপ উদ্ধারকারী দল এর রেস্কিউয়ার ইমরান হোসেন ইমন এবং হামিদুল ইসলাম ফাহিম অজগর সাপটিকে উদ্ধার করে কাপ্তাই বন বিভাগের কাছে হস্তান্তর করেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
ইসলামী ব্যাংকের ১ হাজার ১১৪ কোটি টাকা লুটপাট

ইসলামী ব্যাংকের ১ হাজার ১১৪ কোটি টাকা লুটপাট