ঢাকা | |

বগুড়ায় ৪ শত বস্তা নকল সার উদ্ধার, দুই জন আটক

বগুড়া শহরের গোদরপাড়ায় নকল সার ও কীটনাশক তৈরির এক কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এখানকার থেকে প্রায় ৪শ
  • আপলোড সময় : ১৭ নভেম্বর ২০২৪, দুপুর ৩:৪৮ সময়
  • আপডেট সময় : ১৭ নভেম্বর ২০২৪, দুপুর ৩:৪৮ সময়
বগুড়ায় ৪ শত বস্তা নকল সার উদ্ধার, দুই জন আটক ছবি : সংগৃহীত
বগুড়া শহরের গোদরপাড়ায় নকল সার ও কীটনাশক তৈরির এক কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এখানকার থেকে প্রায় ৪শ বস্তা নকল সার ও কীটনাশক উদ্ধার করা হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নামহীন ওই কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

অভিযনাকালে কারখানায় বস্তায় বস্তায় রাখা পাথর, মাটি ও সিমেন্ট পাওয়া যায়, যা দিয়ে তৈরি হতো নকল টিএসপি সার ও কীটনাশক। নামি-দামি ব্র্যান্ডের মোড়ক নকল করে ছাড়া হতো বাজারে।

এসময় দেড়শ’ বস্তা নকল টিএসপি সার, প্রায় ৪শ’ বস্তা ভেজাল উপকরণসহ অন্তত ১৭টি কীটনাশক ব্র্যান্ডের নকল মোড়ক জব্দ করা হয়। অভিযানের খবর পেয়ে কারখানার মালিক গৌতম ও সুলতান পালিয়ে গেলেও আটক করা হয় দুই শ্রমিককে।

অভিযান পরিচালনাকারী বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদমান আকিফ বলেন, অভিযান শেষে নকল সার ও কীটনাশক কারখানাটি সিলগালা করা হয়। কারখানা মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
ব্যক্তিগত বিমানে দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট আসাদ, বিদ্রোহীরা বলছে সিরিয়া এখন মুক্ত

ব্যক্তিগত বিমানে দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট আসাদ, বিদ্রোহীরা বলছে সিরিয়া এখন মুক্ত