চট্টগ্রামের হাটহাজারীতে সরকারী জমিতে অবৈধভাবে গড়ে উঠা নির্মিত দোকানঘরের কার্যক্রম উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন।
রোববার (১৭ নভেম্বর) সকালে উপজেলা মির্জাপুর ইউনিয়নের সরকার হাট বাজারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট এবিএম মশিউজ্জামানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
এসময় ইউএনও এবিএম মশিউজ্জামান বলেন, উপজেলার সরকার হাট বাজারে অবৈধভাবে সরকারি জমি ভরাট করে নির্মিত দোকানের কার্যক্রম উচ্ছেদ করে সরকারি ৩২ শতক জায়গা যার আনুমানিক ৩ কোটি ৫০ লক্ষ টাকার জমি উদ্ধার করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে সহোযোগিতা করেন,উপজেলা, সহকারী কমিশনার(ভূমি), লুৎফুন নাহার শারমীন , আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ ,সরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ।