ঢাকা | |

মেহেরপুরে অস্ত্র, গুলি, সরকারি মালামালসহ ইউপি সদস্য গ্রেপ্তার

মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে একটি নাইন স্যুটারগান, দেশীয় তৈরী ধারালো অস্ত্র, গুলি, কৃষকদের জন্য প্রণোদনার বীজ, সার কীটনাশক
  • আপলোড সময় : ১৭ নভেম্বর ২০২৪, দুপুর ৩:১৭ সময়
  • আপডেট সময় : ১৭ নভেম্বর ২০২৪, দুপুর ৩:১৭ সময়
মেহেরপুরে অস্ত্র, গুলি, সরকারি মালামালসহ ইউপি সদস্য গ্রেপ্তার ছবি : সংগৃহীত
মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে একটি নাইন স্যুটারগান, দেশীয় তৈরী ধারালো অস্ত্র, গুলি, কৃষকদের জন্য প্রণোদনার বীজ, সার কীটনাশক ও কম্বলসহ আলোচিত ইউপি সদস্য আজমাইন হোসেন টুটুলকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

গ্রেপ্তারকৃত আজমাইন হোসেন টুটুল গাংনী উপজেলার কাথুলি ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের দুইবারের নির্বাচিত সদস্য ও লক্ষিনারায়ানপুর ধলা গ্রামের আক্কাছ আলীর ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব—১২) ও গাংনী থানা পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী একটি টিম গতকাল শনিবার দিবাগত রাত ৯ টা থেকে শুরু করে রাতভর অভিযান চালান।

এসময় তার বাড়ি থেকে একটি নাইন স্যুটারগান, ২ রাউন্ড গুলি, দেশীয় তৈরী ৪টি ধারালো অস্ত্র হাসুয়া, কৃষি অধিদপ্তরের আওতায় দরিদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য সরকারিভাবে বরাদ্দকৃত ৪৫ প্যাকেট সরিষা বীজ, ৯ প্যাকেট মাস কলাই বীজ, ১৫ বস্তা টিএসপি, ডিএপি ও পটাশ সার, ত্রাণের ২০ টি কম্বল, মহিলা বিষয়ক অধিদপ্তরের বরাদ্দকৃত হতদরিদ্র নারীদের ২টি সেলাই মেশিন, পুষ্টি কর্মসূচির আওতায় শিশুদের জন্য বরাদ্দকৃত ২০ কেজি চাউল ও ২ টি চাউল রাখার ড্রাম জব্দ করা হয়েছে।

অভিযানে ২৭ রেজিমেন্ট আর্টিলারীর মেহেরপুর সেনাবাহিনী ক্যাম্পের ক্যাপ্টেন রওশন, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব—১২) ক্রাইম প্রিভেনশন সেন্টার—৩ মেহেরপুর ক্যাম্পের কমান্ডার সিনিয়র এএসপি আশরাফ উদ্দীন ও গাংনী থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামানসহ যৌথবাহিনীর সদস্যরা অংশ নেন।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব—১২) ক্রাইম প্রিভেনশন সেন্টার—৩ মেহেরপুর ক্যাম্পের কমান্ডার সিনিয়র এএসপি আশরাফ উদ্দীন অভিযান শেষে সাংবাদিকদের প্রেস ব্রীফ করেন।

তিনি জানান, আজমাইন হোসেন টুটুল মেম্বরের বাড়িতে অস্ত্র ও সরকারি বিভিন্ন মালামাল রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গাংনী উপজেলার লক্ষিনারায়নপুর ধলা গ্রামে তাঁর নিজ বাড়িতে অভিযান চালানো হয়। শনিবার দিবাগত রাত থেকে আজ সকাল পর্যন্ত এই অভিযান চালানো হয়। আজমাইন হোসেন টুটুলকে গ্রেপ্তার করার পর তার স্বীকারোক্তি মোতাবেক বাড়ির বিভিন্ন স্থান থেকে আগ্নেয়াস্ত্র, গুলি, ধারালো অস্ত্র, কম্বল, কৃষি প্রণোদনার বীজ, সার, কম্বল, সেলাই মেশিনসহ অন্যান্য মালামাল জব্দ করা হয়েছে।

এসব ঘটনায় তার বিরুদ্ধে পৃথক পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি। আজমাইন হোসেন টুটুলকে গাংনী থানায় নেওয়া হয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সাভারে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, বিস্ফোরণ, নিহত ৪

সাভারে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, বিস্ফোরণ, নিহত ৪