ঢাকা | |

টাঙ্গাইলের কালিহাতীতে পিক-আপ ও সিএনজি সংঘর্ষে নিহত ১

টাঙ্গাইলের কালিহাতীতে পিক-আপ ও সিএনজি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সিএনজি’র চালকসহ দুইজন। নিহতের নাম
  • আপলোড সময় : ১৬ নভেম্বর ২০২৪, সকাল ৮:২৪ সময়
  • আপডেট সময় : ১৬ নভেম্বর ২০২৪, সকাল ৮:২৪ সময়
টাঙ্গাইলের কালিহাতীতে পিক-আপ ও সিএনজি সংঘর্ষে নিহত ১ ছবি : সংগৃহীত
টাঙ্গাইলের কালিহাতীতে পিক-আপ ও সিএনজি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সিএনজি’র চালকসহ দুইজন। নিহতের নাম আনোয়ার হোসেন (৪০)। সে সখিপুর উপজেলার কাকরাজান ইউনিয়নের হাঁড়িঙ্গাচালা গ্রামের মৃত মজুর আলীর ছেলে। শুক্রবার (১৫ নভেম্বর) বেলা ১২টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের কালিহাতীর ইছাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নান্নু খান জানান, এলেঙ্গা থেকে ছেড়ে আসা কালিহাতীগামী একটি সিএনজি ১২টার দিকে টাঙ্গাইল ময়মনসিংহ সড়কের ইছাপুর এলাকা পৌছালে বিপরিত দিক থেকে আসা একটি মালবাহী পিক-আপ ট্রাকের সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে সিএনজির এক যাত্রী নিহত হয়। আহত হন সিএনজির চালক ও অপর অপর যাত্রী। তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
ব্যক্তিগত বিমানে দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট আসাদ, বিদ্রোহীরা বলছে সিরিয়া এখন মুক্ত

ব্যক্তিগত বিমানে দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট আসাদ, বিদ্রোহীরা বলছে সিরিয়া এখন মুক্ত