ময়মনসিংহের নব যোগদানকৃত বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ বলেছেন, সেবা এবং কর্মতৎপরতায় ময়মনসিংহ বিভাগকে সেরা হিসেবে গড়ে তুলতে চাই। এর জন্য সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। তিনি নগরীর যানজট সহনীয় পর্যায়ে উন্নীত করা সহ সাংবাদিকদের উত্থাপিত অন্যান্য বিষয়ে সমাধানের জন্য আন্তরিকভাবে প্রচেষ্টা চালাবেন বলে আশ্বাস দেন।
ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. ইউসুফ আলীর সঞ্চালনায় ময়মনসিংহের বিশিষ্ট সাংবাদিকদের সাথে এই মতবিনিময় সভা বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে এগারে টায় বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) তাহমিনা আক্তার, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিপিনচন্দ্র বিশ্বাস, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, প্রেসক্লাব ময়মনসিংহের সাধারণ সম্পাদক শামসুল আলম খান, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, ময়মনসিংহ সিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মতিউল আলম, সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম আইয়ুব আলী ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংবাদিক নেতা এ জেড এম ইমাম উদ্দিন মুক্তা, বাবুল হোসেন, এএইচ এম মোতালেব, নিয়ামুল কবির সজল, ওবায়দুল হক, আমান উল্লাহ আকন্দ জাহাঙ্গীর প্রমূখ।