ঢাকা | |

বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে ভারত, যা বড় বিপদের কারণ: ফখরুল

বাংলাদেশের বিরুদ্ধে ভারত প্রচারণা চালাচ্ছে, যা বড় বিপদের কারণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা
  • আপলোড সময় : ১৩ নভেম্বর ২০২৪, দুপুর ৩:২২ সময়
  • আপডেট সময় : ১৩ নভেম্বর ২০২৪, দুপুর ৩:২২ সময়
বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে ভারত, যা বড় বিপদের কারণ: ফখরুল ছবি : সংগৃহীত
বাংলাদেশের বিরুদ্ধে ভারত প্রচারণা চালাচ্ছে, যা বড় বিপদের কারণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বুধবার (১৩ নভেম্বর) সকালে ঠাকুরগাঁওয়ের তাঁতীপাড়ার নিজ বাসভবনে সংবাদকর্মীদের সঙ্গে মতনিবিময় সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল।

এ সময় বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিবাদের হোতা শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। আর বাংলাদেশের বিরুদ্ধে ভারত প্রচারণা চালাচ্ছে, যা বড় বিপদের কারণ। বাংলাদেশের এই অর্জনকে সুনির্দিষ্ট কিছু ব্যক্তি নষ্ট করার চেষ্টা করছে। এ জন্য দেশের মানুষকে সচেতন থাকতে হবে।

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘উপদেষ্টা নিয়োগ করা প্রধান উপদেষ্টার ব্যাপার। তবে আমরা বলব বিতর্কিত এমন কাউকে দায়িত্ব দেওয়া যাবে না। এ বিষয়ে সতর্ক হতে হবে। বর্তমান সরকারকে সফল করা আমাদের দায়িত্ব। কারণ এই আন্দোলনের আমরাও অংশীদার।’

মির্জা ফখরুল বলেন, ‘আমাদেরকেও সহনশীল হতে হবে। যাতে সুন্দর ও শৃঙ্খলভাবে দেশের সকল সংস্কারকাজ সম্পন্ন করতে পারে বর্তমান সরকার। দেশের এমন একটি বিপ্লবের পরে সকল স্তর ভেঙে পড়েছিল।’

এর আগে, জেলা বিএনপির কার্যালয়ের নবনির্মিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত ৪ চার আগস্ট দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে যাওয়া জেলা বিএনপির কার্যালয়।

উল্লেখ্য, বিভিন্ন ইস্যুতে ভারতের মিডিয়ায় বাংলাদেশ নিয়ে ব্যাপক মিথ্যাচার ছড়ানো হচ্ছে। রিউমর স্ক্যানার অনেকগুলো ফ্যাক্ট চেক করে এসব মিত্যা ও গুজব ফাঁস করছেন। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের ছবি ব্যবহার করে একদল রাজনৈতিক ফায়দা আদায়কারীকে আটক করলে ভারতের নামকরা সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে ট্রাম্পের অনুসারীদের গ্রেপ্তার করা হয়েছে বলে মিথ্যা খবর প্রচার করে। সেখানে আটককারীদের কোন রাজনৈতিক দলের সঙ্গে যোগসূত্র নয় বলেও জানানো হয়।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
ইসলামী ব্যাংকের ১ হাজার ১১৪ কোটি টাকা লুটপাট

ইসলামী ব্যাংকের ১ হাজার ১১৪ কোটি টাকা লুটপাট