ঢাকা | |
সংবাদ শিরোনাম :

ঝিনাইদহের মহেশপুর সীমন্ত থেকে নারী-শিশুসহ ৩৬ জন আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নারী ও শিশুসহ ৩৬ জনকে আটক করেছে ৫৮ বিজিবি।সোমবার (১১
  • আপলোড সময় : ১৩ নভেম্বর ২০২৪, দুপুর ৩:২০ সময়
  • আপডেট সময় : ১৩ নভেম্বর ২০২৪, দুপুর ৩:২০ সময়
ঝিনাইদহের মহেশপুর সীমন্ত থেকে নারী-শিশুসহ ৩৬ জন আটক ছবি : সংগৃহীত
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নারী ও শিশুসহ ৩৬ জনকে আটক করেছে ৫৮ বিজিবি।

সোমবার (১১ নভেম্বর) রাত থেকে মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। এদের মধ্যে ১২ জন নারী, ১৫ জন পুরুষ ও ৮ জন শিশু রয়েছে।

বিজিবি জানায়, মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে কিছু বাংলাদেশী ভারতে যাওয়ার চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান জোরদার করে বিজিবি। সেসময়  মাটিলা, বাঘাডাঙ্গা, সামন্তা, খোসালপুর, পলিয়ানপুর ও শ্রীনাথপুর সীমান্ত থেকে ৩৬ জনকে আটক করা হয়। পরে তাদের মহেশপুর থানায় সোপর্দ করে মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবি। এছাড়াও ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ১ ভারতীয় নাগরিককে আটক করে বিজিবি।

উল্লেখ্য, চলতি নভেম্বর মাসে এ পর্যন্ত সর্বমোট ১১৪ জনকে আটক করে আইনী প্রক্রিয়ার মাধ্যমে থানায় হস্তান্তর করা হয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আইনজীবী সাইফুল হত্যায় ৩১ জনকে আসামি করে মামলা

আইনজীবী সাইফুল হত্যায় ৩১ জনকে আসামি করে মামলা