ঢাকা | |

রাজশাহীতে তিন উপদেষ্টার অপসারণের দাবিতে রাজপথে রাবি মহিলাদল নেত্রী

সদ্য শপথ নেওয়া অন্তর্বর্তীবালীন সরকারের তিন উপদেষ্টার অপসারণের দাবিতে প্লাকার্ড নিয়ে একাই রাজশাহীর রাজপথ বেড়িয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের
  • আপলোড সময় : ১৩ নভেম্বর ২০২৪, সকাল ৯:২১ সময়
  • আপডেট সময় : ১৩ নভেম্বর ২০২৪, সকাল ৯:২১ সময়
রাজশাহীতে তিন উপদেষ্টার অপসারণের দাবিতে রাজপথে রাবি মহিলাদল নেত্রী ছবি : সংগৃহীত
সদ্য শপথ নেওয়া অন্তর্বর্তীবালীন সরকারের তিন উপদেষ্টার অপসারণের দাবিতে প্লাকার্ড নিয়ে একাই রাজশাহীর রাজপথ বেড়িয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা রোকসানা বেগম টুকটুকি।

মঙ্গলবার (১২ নভেম্বর) নগরীর সাহেববাজার এলাকায় তাকে গলায় প্লাকার্ড ঝুলিয়ে ঘুরে বেড়াতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ঐ প্লাকার্ডে শুধু সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর ছবি ছিল।

তাতে লেখা ছিল, ‘আওয়ামী লীগের দোসর মোস্তফা সরয়ার ফারুকীসহ নতুন তিন উপদেষ্টার অপসারণ চাই।’ এরপর প্লাকার্ড নিয়ে তিনি সাহেববাজার আরডিএ মার্কেটের সামনে থেকে বড় মসজিদ চত্বরে যান। সেটি সাধারণ মানুষকে প্রদর্শনের পর বড় মসজিদ চত্বরে প্লাকার্ডে আগুন ধরিয়ে দেন।

এসময় রোকসানা বেগম টুকটুকি বলেন, ‘উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে উত্তরাঞ্চল বঞ্চিত হয়েছে। উত্তরাঞ্চলের কাউকে সরকারে প্রতিনিধিত্ব করার সুযোগ দেওয়া হয়নি।

এ অঞ্চলের মানুষ কি স্বৈরাচারবিরোধী আন্দোলন করেনি? উত্তরাঞ্চলের আবু সাঈদসহ অসংখ্য মানুষ প্রাণ দিয়েছে। অথচ এখানে কোনো উপদেষ্টা নেই। আবার আওয়ামী লীগের দোসরদের উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে। অবিলম্বে এদের অপসারণ করতে হবে।’
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
ইসলামী ব্যাংকের ১ হাজার ১১৪ কোটি টাকা লুটপাট

ইসলামী ব্যাংকের ১ হাজার ১১৪ কোটি টাকা লুটপাট