দীর্ঘ ২০ বছর ৬ মাস ৩ দিন আইনী লড়াইয়ের মাধ্যমে ময়মনসিংহের নান্দাইল পৌর নির্বাচনে ডাবল মার্ডার মামলায় ময়মনসিংহের আলোচিত সাবেক এসপি কোহিনূর মিয়াকে বেকসুর খালাস দিয়েছে আদালত।
ময়মনসিংহের নান্দাইলে ২০০৪ সালের (৫ মে) আচারগাও হাই স্কুল কেন্দ্রে পৌর নির্বাচনে ভোট গ্রহন চলাকালে গোলযোগের কারণে গুলিতে ২ জন নিহতের ঘটনায় তৎকালীন পুলিশ সুপার কোহিনুর মিয়া ও পৌর মেয়র প্রার্থী আব্দুস সাত্তার ভূঁইয়া উজ্জ্বলের নামে দায়েরকৃত মামলা মঙ্গলবার (১২ নভেম্বর) ময়মনসিংহের অতিরিক্ত দ্বিতীয় সাবজজ আদালতের বিজ্ঞ বিচারক সাবরিনা আলী আসামীদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দিয়েছেন।
এই রায়ের ফলে দেশের আলোচিত পুলিশ সুপার কোহিনূর মিয়া দেশে ফেরা এবং চাকুরীতে যোগদানের আর কোন আইনী জটিলতা রইলো না। দীর্ঘ ২০ বছর ৬ মাস ৩ দিন আইনী লড়াইয়ের মাধ্যমে আসামীরা নির্দোশ প্রমানিত হয়েছে।
মামলাটি ইতি পুর্বে পুলিশ ৩ বার চুড়ান্ত রিপোর্ট দিয়েছিল। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর শুধুমাত্র হয়রানির জন্য আওয়ামী লীগ নেতা রফিক উদ্দিন ভুইয়া পরবর্তী মামলাটি করেন।
পৌর নির্বাচনী ট্রাইব্যুনালে হারার পর আওয়ামী লীগ নেতা রফিক উদ্দিন ভুইয়া আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাব খাটিয়ে মামলাটি করে। ভিকটিম সুজন ও আবু তাহেরের পরিবার কোন মামলা করেনি।
মামলায় আসামী পক্ষে এডভোকেট এএইচ এম খালেকুজ্জামান, এডভোকেট আতাউর রহমান মুকুল ও এডভোকেট এম এ হানান্ন খান এবং রাষ্ট্র পক্ষে এডভোকেট আনোয়ার আজিজ টুটুল কৌশলী ছিলেন।