ঢাকা | |

মেয়াদোত্তীর্ণ কেক বিক্রি করে জরিমানা গুনল ফুলকলি

মেয়াদোত্তীর্ণ কেক ও মিষ্টান্ন বিক্রিসহ বিভিন্ন পণ্যে ইচ্ছামত মূল্য লিখে বিক্রি করায় ফুলকলিকে ১২ হাজার টাকা জরিমানা করেছে
  • আপলোড সময় : ১৩ নভেম্বর ২০২৪, সকাল ৯:১৬ সময়
  • আপডেট সময় : ১৩ নভেম্বর ২০২৪, সকাল ৯:১৬ সময়
মেয়াদোত্তীর্ণ কেক বিক্রি করে জরিমানা গুনল ফুলকলি ছবি : সংগৃহীত
মেয়াদোত্তীর্ণ কেক ও মিষ্টান্ন বিক্রিসহ বিভিন্ন পণ্যে ইচ্ছামত মূল্য লিখে বিক্রি করায় ফুলকলিকে ১২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সাথে আরও দুই আলুর আড়তকেও জরিমানা করা হয়।

মঙ্গলবার (১২ নভেম্বর) চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার কামাল বাজার এলাকায় এসব জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় সহকারী পরিচালক নাসরিন আক্তার জানান, ফুলকলি নামক প্রতিষ্ঠানটি মেয়াদোত্তীর্ণ কেক, মিষ্টান্ন খাদ্যদ্রব্য ও অনঅনুমোদিত বিভিন্ন পানীয় বিক্রির জন্য রেখেছে। এছাড়া নিজেদের ইচ্ছে মতো বিভিন্ন পণ্যে মূল্য লিখে বিক্রি করছিল। এ কারণে প্রতিষ্ঠানটিকে ১২ হাজার টাকা জরিমানা করা হয় ও মেয়াদ উত্তীর্ণ পণ্য ধ্বংস করা হয়।

তিনি আরও বলেন, কাপ্তাই রাস্তার মাথা মোড় এলাকার আলুর আড়ত ফেনী বাণিজ্যালয় ও মেসার্স বিসমিল্লাহ স্টোর নামে এ দুটি প্রতিষ্ঠান মূল্য তালিকা না রাখায় তাদের যথাক্রমে তিন হাজার টাকা ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সর্বমোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করে ভবিষ্যতে যেন এমন অপরাধ না করে এজন্য সতর্ক করা হয়। এছাড়া নগরের বিভিন্ন এলাকায় তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

এদিকে ফুলকলির জেনারেল ম্যানেজার এম এ সবুর দ্যা ডেইলি মেসেঞ্জারকে বলেন, মিষ্টান্ন খাদ্যপণ্যের তিন দিনের মেয়াদ থাকে। এর ফলে এসব খাদ্যপণ্যে মেয়াদোত্তীর্ণর তারিখ লেখা হয় না। এছাড়া এসব পণ্যে মেয়াদ দেওয়া হলে ক্রেতারা একদিনের পণ্য পরেরদিন কিনতে চায় না।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
ব্যক্তিগত বিমানে দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট আসাদ, বিদ্রোহীরা বলছে সিরিয়া এখন মুক্ত

ব্যক্তিগত বিমানে দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট আসাদ, বিদ্রোহীরা বলছে সিরিয়া এখন মুক্ত