জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের আন্দোলন করার প্রয়োজন ছিল না বলে জানিয়েছেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।
মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত বিধিমালা নিয়ে বৈঠক শেষে এসব কথা বলেন শিক্ষা উপদেষ্টা।
এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ প্রকল্পের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরের দাবি মেনে নেয়ার আশ্বাস দেয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলমান আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন শিক্ষার্থীরা। শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে এ ঘোষণা দেন তারা।
পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা বলেন, সব ধরনের উন্নয়ন প্রকল্প দুর্নীতি ও সিন্ডিকেট মুক্ত করতে বিধিমালায় পরিবর্তন আনা হবে। রাজনৈতিক বিবেচনায় নেয়া হবে না কোনো প্রকল্প। প্রয়োজনে চলমান প্রকল্পে নতুন প্রকল্প পরিচালক নিয়োগ দেয়া হবে। যদি কারও বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকে তবে তা তদন্ত করে দেখা হবে।
ওয়াহিদউদ্দিন মাহমুদ আরও বলেন, প্রকল্পের কাজের সাথে জড়িত দুর্নীতিবাজদের ব্যাপারে সরকার কঠোর হবে।