জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম বলেছেন, হাসিনাসহ তার দলের প্রতিটি নেতাকর্মীর হাতে রক্তের দাগ লেগে আছে। তারা ১৬ বছরে হাজার হাজার মানুষকে গুম, খুন ও হত্যা করেছে। বাংলার জমিনে খুনি হাসিনাসহ তার দল আওয়ামী লীগের রাজনীতি করার কোন অধিকার নেই। স্বৈরাচার ও তার সহকারীরা জাতির দুশমন। গত ১৬ বছর ধরে যারা গুম, খুন, হত্যা ও মিথ্যা মামলার সাথে জড়িত তারা আর কোনোদিন ক্ষমতায় আসুক দেশবাসী তা চায় না।
শনিবার (১০ নভেম্বর) বিকেলে শহরের আলিয়া মাদ্রাসা মাঠে লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমীর এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়ার শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সারাদেশের নেয় লক্ষ্মীপুরেও হাসিনার দোসর খুনি তাহের ও তার ছেলেরা তাসের রাজত্ব কায়েম করেছে। এমন কোনো জুলুম-নির্যাতন নেই, যা আমাদের ওপর চালানো হয়নি, কিন্তু তারপরেও তারা জামায়াতের অগ্রযাত্রা কোনোভাবেই রোধ করতে পারেনি বরং শত শাহাদাত ও জুলুম-নির্যাতনের পথ ধরেই জামায়াত কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে সফলভাবেই অগ্রসর হচ্ছে। আগামী দিনে মানবতার মুক্তির জন্য বিজয় আমাদের সুনিশ্চিত। বাংলার জমিনে কালেমার পাতাকা উড়বেই ইনশাআল্লাহ।
এটিএম মাছুম বলেন, পলাতক স্বৈরাচার ও তার দোসরদের ছাড় দেওয়া হবে না। জনগণের ঐক্য বিনষ্ট করার জন্য আওয়ামী লীগ ও তার দোসররা রাষ্ট্রের বিরুদ্ধে নিজেদের নেগেটিভ প্রচারণা শুরু করেছে। বিগত ১৬ বছর অন্যায় কাজের সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, দীর্ঘ ১৮ বছর পর আমরা অধিকার ফিরে পেয়েছি। বাংলার জমিনের মুক্ত বাতাসে দিনের কাজ করতে পারছি। ফ্যাসিস্ট হাসিনা সরকার যদি এখনো ক্ষমতায় থাকত তা হলে গ্রাম-গঞ্জে, রাস্তা-ঘাটে ও পাড়া-মহল্লায় লাশ আর লাশ দেখতে পেতাম। এই জালিম স্বৈরাচারী হাসিনা চূড়ান্ত পরিণতি বুঝতে পেরে পালিয়ে গেছে। আমরা ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে এই সুন্দর পরিবেশ ফিরে পেয়েছি। দ্বীন বিজয়ের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বানও জানান তিনি।
শপথ অনুষ্ঠানে জেলা আমীর এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা জামায়াতের সাবেক আমীর মওলানা আলাউদ্দিন।